আবি ধাবি: মাঝ আকাশে বিপর্যয়৷ এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন। বিপদ এড়াতে তড়িঘড়ি আবু ধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। জানা গিয়েছে, ১৮৪ জন যাত্রী নিয়ে আবু ধাবি থেকে কালিকট যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান। টেক অফ করার পরেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আবু ধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- শেষ ৪ বছরে ২১ বার বিদেশ সফর, খরচ প্রায় ২৩ কোটি! রাজ্যসভায় জানাল সরকার
এয়ার ইন্ডিয়ার বিমানটি আবু ধাবি থেকে কোঝিকোড়ের কালিকটে যাচ্ছিল। কিন্তু বিমানটি আকাশে উড়তেই একদিকের ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। পাইলট বিমানের পাখায় আগুন দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে বিমানের গতিপথ পরিবর্তন করে ফের আবু ধাবিতে ফিরে আসে। জরুরি অবতরণ করানো হয়৷
Air India Express flight from Abu Dhabi to Calicut landed back at Abu Dhabi airport after a flame was detected in one of the engines. The aircraft landed safely and all passengers are safe: Air India Express pic.twitter.com/ACnDbFZCZV
— ANI (@ANI) February 3, 2023
Air India Express flight from Abu Dhabi to Calicut landed back at Abu Dhabi airport after a flame was detected in one of the engines. The aircraft landed safely and all passengers are safe: Air India Express pic.twitter.com/ACnDbFZCZV
— ANI (@ANI) February 3, 2023
এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবং বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই বিমানটিকে সুরক্ষিতভাবে আবু ধাবি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। বিমানের সকল যাত্রীরাও সুরক্ষিত রয়েছেন বলেও জানা গিয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>