হায়দরাবাদ: দেশের উদ্বোধনের পর থেকে একাধিকবার হামলার সম্মুখীন হয়েছে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস। পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করার পরেও হামলার শিকার হতে হয় তাকে। যদিও বাংলা ছাড়াও বিহারসহ অন্যান্য রাজ্যেও আক্রান্ত হয়েছে এই ট্রেন। এবার একবার ফের হামলা শিকার হল কেন্দ্রের ‘স্বপ্নের ট্রেন’। ট্রেনের জানলা লক্ষ্য করে ছোড়া হল ঢিল। একটি জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ‘বাংলাকে অসম্মান করার জন্য ভুল বার্তা’, বন্দে ভারত ইস্যুতে ক্ষুব্ধ মমতা
রেল সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় ঢিল ছোড়া হয় সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনটি যখন তেলেঙ্গানার মেহবুবাবাদ দিয়ে যাচ্ছিল, তখন ট্রেনের জানলা লক্ষ্য করে ঢিল ছোড়েন কয়েকজন ব্যক্তি। তাতে ট্রেনের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বিশাখাপত্তনমের রেলওয়ে ইয়ার্ডে ট্রেনের একটি কামরার জানলায় পাথর ছোড়া হয়েছিল। তখন অবশ্য এই ট্রেন উদ্বোধন হয়নি। আর যাত্রা শুরু পর একাধিকবার আক্রমণের মুখে পড়েছে এই ট্রেন। নেপথ্যে কী কারণ তা কিছুতেই বোঝা যাচ্ছে না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বন্দে ভারতের পর এবার সবুজ ট্রেন! Indian Railways plans to roll out hydrogen-powered trains” width=”835″>
এদিকে রেলের তরফে জানান হয়েছে, এই হামলার বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। কী কারণ এবং কারা এই হামলা চালাল তা খুঁজে বের করা হবে দ্রুত। গত মাসেই বাংলায় হাওড়া-নিউ জলপাইগুড়ি শাখায় উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের। এরপর সেই ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। এই ইস্যুতে বাংলার শাসক দলকে নিশানা করে পথে নেমেছিল বিজেপি। অভিযোগ করা হয়েছিল যে, তৃণমূলের লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে। কিন্তু রেলের তরফে জানান হয়, হামলা হয়েছিল বিহার থেকে।