দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবেন মোদী! আত্মবিশ্বাসী শাহ

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবেন মোদী! আত্মবিশ্বাসী শাহ

নয়াদিল্লি: চলতি বছর একাধিক রাজ্যে বিধানসভা ভোট আছে। পশ্চিমবঙ্গে আছে পঞ্চায়েত ভোট। সেইসব ভোটের ফল নিয়ে আশা তো আছে, কিন্তু বিজেপির যেন মূল লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচন। বছর ঘুরলেই অর্থাৎ ২০২৪ সালে রয়েছে এই ভোট। তাতে কি আবার বিজেপির প্রত্যাবর্তন না বিরোধীদের আগমন, কী হবে তা নিয়ে চর্চা এখন থেকেই হচ্ছে। তবে লোকসভা ভোটের জয়ের ব্যাপারে এখন থেকেই আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে বিজেপি। 

আরও পড়ুন- ছেড়েছিলেন বিদেশের কাজ, অম্বানী-পুত্রবধূ কিন্তু পরিবারেরও গর্ব, চেনেন কৃশাকে?

মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর ‘ডেপুটি’ শাহ। সেখান থেকেই তিনি বার্তা দেন, আগামী বছর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবেন এবং বিরোধীদের অস্তিত্ব মুছে দেবেন। শুক্রবার মধ্যপ্রদেশের সাতনায় একটি মেডিকেল কলেজ উদ্বোধন করেন অমিত শাহ। সেই মঞ্চ থেকেই মধ্যপ্রদেশের এবং গোটা দেশের মানুষকে বিজেপিকে জয় এনে দেওয়ার আবেদন করেন তিনি। একই সঙ্গে আশা প্রকাশ করেন যে, লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়জয়কার হবে।