নয়াদিল্লি: পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছে মা হওয়াটা মোটেও সহজ নয়৷ তাও আবার ২৩ বছরের ব্যবধানে৷ হ্যাঁ, ৪৭-এর মায়ের কোলে যখন তাঁর দ্বিতীয় সন্তান এল, তখন প্রথম সন্তানের বয়স ২৩। এই অবস্থায় সামাজিক কুন্ঠা থাকাটাই স্বাভাবিক৷ তেমনটাই হয়েছিল আর্যার মায়ের ক্ষেত্রেও৷ কিন্তু সবটা সহজ করে দিলেন তিনিই৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন তাঁর মায়ের দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার খবর৷ এই ছবিটা খুবই চেনা লাগছে তো? হবে নাই বা কেন, আয়ুস্মান খুরানা অভিনীত ‘বাধাই হো’ সিনেমায় এমনই দৃশ্য দেখেছিল দর্শক৷ এ যেন বাস্তবের ‘বাধাই হো’৷
আরও পড়ুন- ভারতে কি বৈধতা পাবে সমলিঙ্গের বিয়ে? মামলা গেল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে, মানতে নারাজ BJP
সিনেমায় আমরা দেখেছিলাম ২৫ বছর বয়সী নকুল ওরফে আয়ুস্মান খুরানা তাঁর মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জানতে পারেন। বেশি বয়সে দ্বিতীয়বার গর্ভবতী হওয়া নিয়ে কুন্ঠা ছিল আয়ুস্মানের মায়ের। যদিও সমাজের কটাক্ষ উপেক্ষা করে শেষ পর্ষন্ত সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। বাস্তবে সেই অভিজ্ঞতারই সম্মুখীন ২৩ বছরের আর্যা৷ প্রথমবার মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে স্বাভাবিকভাবেই বিস্মিত হয়েছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায় পরিস্থিতি।
কর্মসূত্রে মা-বাবার থেকে দূরেই থাকেন আর্যা। কয়েক মাস আগে বাড়ি থেকে একটা ফোন আসে তাঁর কাছে৷ আর্যা জানতে পারেন তিনি দিদি হচ্ছেন৷ সেই ফোনই যেন তাঁর জীবন যেন পাল্টে দেয়। বাবার কাছ থেকে মায়ের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আর্যা যে শুধু সমাজের কথা ভেবেছিলেন তা নয়, মায়ের বয়সের কথাও তাঁরে চিন্তায় ফেলে। কারণ তাঁর মায়ের বয়স ছিল ৪৭! আর এই বয়সে সন্তানধারণের ধকল সামলানোটাও বেশ কষ্টের৷
আর্যা যখন এই খবর পান তখন তাঁর মা আট মাসের অন্তঃসত্ত্বা। তাঁর বাবা জানান, প্রথম সাত মাস নাকি আর্যার মা বুঝতেই পারেননি তিনি গর্ভবতী৷ তার উপর সমাজের কথা ভেবেও খানিকটা অস্বস্তিতে পড়েছিলেন৷ তাই গর্ভাবস্থার একেবারে শেষের দিকেই মেয়েকে খবর দেন তাঁরা।
মায়ের অন্তঃসত্ত্বার খবর পেয়েই বাড়িতে ফিরে আসেন আর্যা। তিনিই খবরটি ধীরে ধীরে সকলকে জানায়। এমন অপ্রত্যাশিত খবরে স্বভাবতই ছিল মিশ্র প্রতিক্রিয়া৷ তবে কারোর কথায় কোনও তোয়াক্কা করেননি আর্যা এবং তাঁর বাবা। বরং পরিবারের নতুন সদস্যকে সাদর আমন্ত্রণ জানান তাঁরা৷
এক সপ্তাহ আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছে আর্যার মা। ছোট বোনকে দেখে আপ্লুত আর্যা। বোনের মুখ থেকে ‘দিদি’ ডাক শোনার অপেক্ষায় এখন তিনি৷ সম্প্রতি নেটপাড়ায় নিজেই বোনের ছবি সহ সমস্ত ঘটনার কথা শেয়ার করেন৷ তাঁর কথা শুনে নেটিজেনরাও আর্যার পরিবারকে ভালোবায়া ভরিয়ে দিয়েছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>