পুরী: তিন দিনের ওড়িশা সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সফরের দ্বিতীয় দিনেই ‘বাংলা নিবাস’ তৈরির কথা ঘোষণা করলেন তিনি। বুধবার পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে জমি পরিদর্শন করেন মমতা। এই কারণে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে ধন্যবাদও জানান তিনি। তবে কতটা জমি এবং তাতে কত বড় নির্মাণকাজ হবে সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট করা হয়নি।
আরও পড়ুন- ‘আমাদের জেলে পাঠিয়ে দিন, অন্তত উপোস করতে হবে না’, আদালতে কাতর আর্জি গ্রুপ সি’র চাকরিহারাদের
বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে আজ পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান তিনি। এদিক বিকেল ৫টা থেকে মন্দির বন্ধ হওয়ার কথা। তাই বিকেল ৪টের কিছু আগেই সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর মন্দিরে পুজো দিতে যাওয়ার আগেই এই জমি দেখতে গিয়েছিলেন তিনি। মমতা জমি দেখার পর ভাঙা ওড়িয়া ভাষায় জানিয়েছেন, ”‘‘খুশি আছন্তি। জমি দেখুন্তি। কাল নবীনজিকে সাথ মিলুন্তি।” অর্থাৎ আগামীকাল নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ইডি-র নজরে শ্বেতা চক্রবর্তী! কীভাবে কোটি কোটির দুর্নীতিতে যোগ? Sweta Chakraborty under ED scanner” width=”853″>
পুরীতে গিয়ে বাঙালিরা যাতে হোটেল নিয়ে সমস্যায় না পড়েন সেই ভোগান্তি কমাতেই এই ‘বাংলা নিবাস’-এর উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, টাকা কম আছে, তাই যথা সম্ভব চেষ্টা করে এই টাকার মধ্যেই নির্মাণকাজ করা হবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ৯৯ বছরের লিজে জমি দেবে ওড়িশা সরকার। আসলে তারা নিউ পুরী এলাকায় বিভিন্ন রাজ্যের নিবাস বানানোর জন্য জমি লিজ দিচ্ছে। তার মধ্যে বাংলার জন্যও জমি রয়েছে।