কোভিড কি ফের আগের রূপে? ১৪০ দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেশে

কোভিড কি ফের আগের রূপে? ১৪০ দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেশে

নয়াদিল্লি: একদিকে দেশজুড়ে চলছে অ্যাডিনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জার দাপট। এরই মাঝে আবার করোনার বাড়বাড়ন্ত। শেষ কয়েকদিনে সংক্রমণ বাড়তে বাড়তে হাজার পেরিয়েছিল। গত ২৪ ঘণ্টায় তা আরও বেড়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে, এটাই শেষ ১৪০ দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ ভারতে। ইতিমধ্যেই কোভিড পরিস্থিতি নিয়ে বুধবার উচ্চপর্যায়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়োজনে মাস্ক পরা ফের চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে সচেতন থাকার বার্তাও দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- চিকিৎসার খরচ নিয়ন্ত্রণে জোর, বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম নিয়ে পদক্ষেপ

কেন্দ্রীয় তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে সংক্রমিত হয়েছে ১ হাজার ৩০০ জন। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ৭ হাজার ৬০৫। আর একদিনে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ৩ জনের, গতকাল ছিল ৫ জন। তাই স্বাভাবিকভাবেই দেশবাসীর কপালের চিন্তার ভাঁজ গাঢ় হচ্ছে। তথ্য আরও বলছে, দেশে করোনা সক্রিয়তার হার প্রায় ১৪ টি জেলায় ১০ শতাংশ বা তার ওপর। এছাড়া দেশের ৩৪ টি জেলায় করোনা সক্রিয়তার হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। সাম্প্রতিক সময়ে অ্যাডিনো ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে দাপট দেখা গিয়েছে তা হয়তো করোনাকে আরও শক্তিশালী করেছে, এমনটাই অনুমান করছে চিকিৎসক মহলের একাংশ।