জয়সলমের: রাজস্থানের জয়সলমেরে মহড়া চলছিল ভারতীয় সেনাবাহিনীর। ঠিক সেই সময়েই বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল। ‘ভুল করে’ তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়ে যায়। যার মধ্যে দুটির খোঁজ মিললেও পরে একটির খোঁজ মেলেনি। ওই ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ ১০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে জানা গিয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্র খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কিন্তু কেমন ভাবে হল এই দুর্ঘটনা?
আরও পড়ুন- আই ফোন খুইয়ে হলেন বাড়ি ছাড়া, কেন নিজের গ্রাম ছেড়ে শহরবাসী ভুবন বাদ্যকর?
সেনা সূত্রে খবর, শুক্রবার পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া চলছিল ভারতীয় সেনার। তখনই প্রযুক্তিগত ত্রুটির কারণে আচমকাই তিনটি সারফেস-টু-এয়ার মিসাইল ‘ভুলবশত’ নিক্ষেপ হয়ে যায়। তারপরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কার্যত কেঁপে ওঠে আশেপাশের গ্রাম এলাকা। জানা গিয়েছে, তিনটি ক্ষেপণাস্ত্রই নিজের রেঞ্জের বাইরে গিয়ে বিভিন্ন গ্রামের ক্ষেতে ক্ষতি করেছে। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের কারণে দু’টি জায়গায়া বড় বড় গর্ত তৈরি হয়েছে। তবে দু’টি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেলেও তৃতীয়টির সন্ধান পাওয়া যায়নি এখনও। সেটির খোঁজ শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অতিরিক্ত মোবাইল ঘেঁটে শরীরে ভয়াবহ রোগ! Woman infected with ‘digital vertigo’ due to phone addiction” width=”835″>
তবে প্রযুক্তিগত ত্রুটিই বা হল কী করে তার খোঁজে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আদতে কোনও ব্যক্তির ভুল বাকি সত্যিই যাত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টির ব্যাপারে নিশ্চিত হয়েই এই নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান হয়েছে সেনার তরফে। উল্লেখ্য, কিছুদিন আগে গয়ায় সেনার ছাউনিতে দুর্ঘটনা ঘটে। কামানের গোলা ছোড়ার অনুশীলনের সময় বিপত্তি ঘটে তিনজন গ্রামবাসীর মৃত্যু হয়। আচমকা একটি গোলা শুটিং রেঞ্জ পেরিয়ে গিয়ে গ্রামের দিকে চলে যায়। ছাউনির পাশের গ্রামে একটি মাঠে গিয়ে বিস্ফোরণ ঘটায় সেটি।