চলছিল সেনা মহড়া, ‘ভুলবশত’ তিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপে বিস্ফোরণ

চলছিল সেনা মহড়া, ‘ভুলবশত’ তিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপে বিস্ফোরণ

জয়সলমের: রাজস্থানের জয়সলমেরে মহড়া চলছিল ভারতীয় সেনাবাহিনীর। ঠিক সেই সময়েই বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল। ‘ভুল করে’ তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়ে যায়। যার মধ্যে দুটির খোঁজ মিললেও পরে একটির খোঁজ মেলেনি। ওই ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ ১০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে জানা গিয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্র খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কিন্তু কেমন ভাবে হল এই দুর্ঘটনা?

আরও পড়ুন- আই ফোন খুইয়ে হলেন বাড়ি ছাড়া, কেন নিজের গ্রাম ছেড়ে শহরবাসী ভুবন বাদ্যকর?

সেনা সূত্রে খবর, শুক্রবার পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া চলছিল ভারতীয় সেনার। তখনই প্রযুক্তিগত ত্রুটির কারণে আচমকাই তিনটি সারফেস-টু-এয়ার মিসাইল ‘ভুলবশত’ নিক্ষেপ হয়ে যায়। তারপরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কার্যত কেঁপে ওঠে আশেপাশের গ্রাম এলাকা। জানা গিয়েছে, তিনটি ক্ষেপণাস্ত্রই নিজের রেঞ্জের বাইরে গিয়ে বিভিন্ন গ্রামের ক্ষেতে ক্ষতি করেছে। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের কারণে দু’টি জায়গায়া বড় বড় গর্ত তৈরি হয়েছে। তবে দু’টি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেলেও তৃতীয়টির সন্ধান পাওয়া যায়নি এখনও। সেটির খোঁজ শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী।