কেস বাড়ছে! ৯৯ তম ‘মন কি বাতে’ কোভিড সচেতনতার বার্তা মোদীর

কেস বাড়ছে! ৯৯ তম ‘মন কি বাতে’ কোভিড সচেতনতার বার্তা মোদীর

নয়াদিল্লি: দেশের কোভিড পরিস্থিতি আবার আগের পর্যায়ে চলে যাওয়ার উপক্রম নিয়েছে। শেষ কয়েক দিনে সংক্রমণের হার ভালই বেড়েছে। মাঝে দেড় হাজারের ওপর চলে গিয়েছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই এই পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ‘মন কি বাতে’ও দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক করলেন তিনি। এদিন ৯৯ তম ‘মন কি বাতে’ ভারতে নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধি নিয়ে সচেতনতার বার্তা দেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন- চারদিনেই নাজেহাল! তিহাড়ে মন বসছে না কেষ্টর, আসানসোলে ফিরতে চেয়ে আবেদন

শনিবার এক ধাক্কায় দেশের আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গিয়েছিল। তবে রবিবার তা কিছুটা কমে ৮৩২ হয়েছে। তবে আতঙ্ক যে কমছে তা নয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ৪৩৩। এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের অনুষ্ঠানে বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কোভিড সংক্রমণ বাড়ছে। সকলকে সাবধনতা অবলম্বন করতে হবে। নিজেদের আশপাশ পরিষ্কার রাখতে হবে। এছাড়া সমস্ত কোভিডবিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন তিনি। কিছুদিন আগে করোনা নিয়ে সতর্ক হওয়ার জন্য ৬ রাজ্যকে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় সরকার।