‘দোস্তি’র ‘কৃতজ্ঞতা’, ভারতীয় সেনার অফিসারকে জড়িয়ে চুম্বন তুরস্কের মহিলা

‘দোস্তি’র ‘কৃতজ্ঞতা’, ভারতীয় সেনার অফিসারকে জড়িয়ে চুম্বন তুরস্কের মহিলা

 নয়াদিল্লি: ভয়াল ভূমিকম্পের ছোবলে ছন্নছাড়া তুরস্ক৷ ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছে দেশের বড় একটা অংশ। ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল৷ আকাশে বাতাসে স্বজন হারার আর্তনাদ৷ এই বিভিষিকাময় পরিস্থিতির মাঝে দাঁড়িয়েও ‘দোস্তি’র এক অন্য ছবি ছড়িয়ে পড়ল তুরস্কের মাটি থেকে। 

আরও পড়ুন-তুরস্কের মতো ভয়াবহ ভূমিকম্পের সম্ভাবনা ভারত, আফগানিস্তা ও পাকিস্তানে! আশঙ্কা বিশেষজ্ঞের

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পরেই সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দুর্যোগক্লিষ্ট মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের দিকে সহায়তার হাত বাড়াতে ‘অপারেশন দোস্তি’র সূচনা করে ভারত। সেই অপারেশনের সূত্রেই তুরস্কে পৌঁছে গিয়েছে ভারতের প্রতিনিধি দল৷ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন সেনার বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের চিকিৎসার জন্য ভারত থেকে পাঠানো হয়েছে বিশেষ মেডিক্যাল টিম। তুরস্কের মাটিতে যে তৎপরতার সঙ্গে ভারতীয় সেনা উদ্ধারকাজ চালাচ্ছে তা দেখে মুগ্ধ সে দেশের মানুষ। সেই মুগ্ধতা এতটাই গভীর যে,  ভারতের এক মহিলা সেনা আধিকারিককে জড়িয়ে ধরলেন তুরস্কের এক মহিলা। শুধু তা-ই নয়, মাতৃস্নেহে সেই সেনা আধিকারিকের গালে চুমু এঁকে দিলেন তিনি৷ 

সম্প্রতি ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক থেকে দুই মহিলার আলিঙ্গনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি ক্যামেরাবন্দি করেন ভূমিকম্পের উদ্ধারকাজের ছবি তুলতে সে দেশে যাওয়া জনৈক চিত্রসাংবাদিক জাহাক তনবীর। পরে ওই ছবিটি নিজেদের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছে ভারতীয় সেনা। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “আমরা যত্ন নিই।”

প্রাকৃতির বিপর্যয়ে দিশেহারা মানুষগুলোর পাশে দাঁডাতে তুরস্কের হাটায় শহরে অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে ভারতীয় সেনা। বলে রাখি, ভূমিকম্পে তুরস্কের যে শহরগুলি সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলির মধ্যে হাটায় অন্যতম। ওই হাসপাতালে সহায়তার জন্য ভারত থেকে অন্তত ৯৯ জন চিকিৎসককে পাঠানো হয়েছে সেখানে৷ হাসপাতালের পরিকাঠামো-সহ উদ্ধারকাজের নানা ছবি বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডলে তুলে ধরেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পরে উদ্ধারকাজের আরও কিছু ছবি টুইট করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

ইতিমধ্যেই তুরস্ক এবং সীমান্তবর্তী সিরিয়ায় ২১ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা প্রায় ৭২ হাজার৷ সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে মৃতের সংখ্যা৷ উদ্ধারকাজ শেষ হওয়া পর্যন্ত এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তাঁর কোনও হিসাব নেই৷ মৃতের সংখ্যা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্ট মহল। ভারতের ওই সেনা আধিকারিককে আলিঙ্গন করা তুর্কি মহিলা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারত যে ভাবে তাঁদের বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে, উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে, তাতে তাঁরা কৃতজ্ঞ।