একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে BOI এবং SBI, সত্বর আবেদন করুন

একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে BOI এবং SBI, সত্বর আবেদন করুন

fb49c1b710aaac3a95bb5a8739cb108a

 

নয়াদিল্লি: একাধিক শূন্য পদে প্রচুর প্রার্থী নিয়োগ করতে চলেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)৷ স্পেশাল ক্যাডার অফিসার সহ অন্যান্য পদে প্রার্থী নেবে এসবিআই৷ অন্যাদিকে, অফিসার পদ সহ একাধিক পোস্টে প্রার্থী নিয়োগ করতে চলেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ ইচ্ছুক প্রার্থীরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট অফিসার সহ অন্যান্য পদের জন্য অনলাইন আবেদন করতে পারবেন৷ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়াবসাইটটি হল bankofindia.co.in.৷ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর৷ ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া৷ মোট ২১৪টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে৷ 

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার রিক্রুটমেন্ট ২০২০, শূন্যপদের বিস্তারিত বিবরণ-

* ইকনমিস্ট- শূন্যপদ ৪৷ 
* স্ট্যাটিস্টিসিয়ান- শূন্যপদ ২৷
* রিস্ক ম্যানেজার- শূন্যপদ ৯৷ 
* ক্রেডিট অ্যানালিস্ট- শূন্যপদ ৬০৷
* ক্রেডিট অফিসার- শূন্যপদ ৭৯৷
* আইটি (ফিনটেক)- শূন্যপদ ৩০৷
* আইটি (ডাটা সায়েন্টিস্ট)-  শূন্যপদ ১২৷
* আইটি (ইনফো সিকিউরিটি)- শূন্যপদ ৮৷
* টেক অ্যাপ্রেইজাল- শূন্যপদ ১০৷ 

বিভিন্ন পদের জন্য আবেদনকারীর সংখ্যা/ যোগ্য প্রার্থীর ভিত্তিতে অনলাইন পরীক্ষা/ জিডি বা পার্সোনাল ইন্টারভিউ নেবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ অনলাইন পরীক্ষায় থাকবে ইংরেজি, প্রফেশনাল জ্ঞান সংক্রান্ত প্রশ্ন, ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান৷ ১৫ মিনিটে ১৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে৷ ইংরেজি ছাড়া বাকি বিষয়ে ইংরেজি এবং হিন্দিতে প্রশ্ন করা হবে৷ 

আবেদন ফি-

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য ৮৫০ টাকা ফি দিতে হবে৷ তবে তফশিলি জাতি/ উপজাতি/ পিডব্লিউডি বিভাগের প্রার্থীদের জন্য রয়েছে ছাড়৷ তাঁদের ১৭৫ টাকা ফি দিতে হবে৷  অনলাইন আবেদনের ফি/ ইন্টিমেশন চার্জের জন্য  ব্যাঙ্ক ট্রানজেকসনের খরচ প্রার্থীকেই বহন করতে হবে৷ 

অন্যদিকে, স্পেশাল ক্যাডার অফিসার সহ মোট ৯২ টি শূন্য পদে প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই৷ ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া৷ চলবে ৮ অক্টোবর পর্যন্ত৷ এই বিষয়ে বিস্তারিত জানতে এসবিআই-এর অফিসিয়ার ওয়েবসাইট https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers এ ভিজিট করতে হবে৷ একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন৷ এসবিআই এসসিও রিক্রুটমেন্ট ২০২০ পরীক্ষার জন্য আবেদন ফি ৭৫০ টাকা৷ তফশিলি জাতি/ উপজাতি/ প্রতিবন্ধী প্রার্থীদের কোনও আবেদন মূল্য লাগবে না৷ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা অফলাইনেও ফি জমা দেওয়া যাবে৷ 

আরও পড়ুন- চলতি বছরে হবে নিয়োগ, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি SSC-র, পুজোর মাসে আসছে সুখবর

আরও পড়ুন- সুখবর! পুজোর মাসেই ৭০ হাজার কর্মী নিয়োগ করবে Flipkart

আরও পড়ুন- সুখবর! পুজোর পর খাদ্য দফতরের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ, আসছে ডাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *