সুখবর! সরকারি চাকরিতে উঠে গেল ইন্টারভিউ প্রক্রিয়া, ২৩ রাজ্যে নির্দেশিকা কেন্দ্রের

সুখবর! সরকারি চাকরিতে উঠে গেল ইন্টারভিউ প্রক্রিয়া, ২৩ রাজ্যে নির্দেশিকা কেন্দ্রের

নয়াদিল্লি:  সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আর ইন্টারভিউয়ের সম্মুখীন হতে হবে না প্রার্থীদের৷ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, এবার থেকে ২৩টি রাজ্য এবং ৮টি কেন্দ্র শাসিত অঞ্চলে সরকারি চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ উঠে গেল৷ ২০১৬ সালে কেন্দ্রের গ্রুপ বি ও গ্রুপ সি পদে  ইন্টারভিউ তুলে দেওয়া হয়েছিল৷ সেই পথ অনুসরণ করেই এবার ২৩ রাজ্যে সরকারি পরীক্ষায় ওঠে গেল ইন্টারভিউ পর্ব৷ 

আরও পড়ুন- অস্থায়ী কর্মীদের জন্য সুখবর! বোনাসের পর বেতন সংক্রান্ত বড় ঘোষণা

২০১৫ সালে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে ইন্টারভিউ তুলে দিয়ে লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগের পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ইন্টারভিউয়ের জন্য শুধু প্রার্থী নয়, তার পরিবারও দুশ্চিন্তায় ভোগে৷ ইন্টারভিউ পদ্ধতি তুলে দিলে আর এই সমস্যা থাকবে না৷ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ মেনেই মাত্র তিন মাসের মধ্যে কর্মী এবং প্রশিক্ষণ বিভাগ পয়লা জানুয়ারি ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রথা তুলে দেয়৷ তবে চাকরির ক্ষেত্রে ইন্টারভিউয় তুলে দেওয়ার পক্ষপাতী ছিল না বেশ কিছু রাজ্য৷

নিয়োগের আগে ইন্টারভিউ নেওয়া জরুরি বলেই মনে করে তারা৷ ফলে অনেকেই এই পরামর্শ মানতে চায়নি৷ অন্যদিকে আবার মহারাষ্ট্র ও গুজরাতের মতো কিছু রাজ্য দ্রুত নিয়োগ পক্রিয়া সম্পন্ন করতে অবিলম্বে এই পদ্ধতি গ্রহণে সম্মতি জানায়৷ এর পর ধীরে ধীরে জম্মু-কাশ্মীর ও লাদাখ সহ  ইন্টারভিউ পদ্ধতি তুলে দেয় ৮ কেন্দ্র শাসিত অঞ্চল৷ অন্যদিকে বহু আলাপ-আলোচনার পর ২৮টির মধ্যে ২৩ রাজ্যেও উঠে যায় ইন্টারভিউ পর্ব৷ 

আরও পড়ুন- বদলির অপশনে নেই ‘নর্মাল সেকশন’, পোর্টাল ঘিরে একাধিক সমস্যা, ডেপুটেশন শিক্ষক সংগঠনের

জিতেন্দ্র সিং বলেন, অতীতে একাধিকবার ইন্টারভিউয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে৷ তাই ইন্টারভইউ তুলে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হলে  সঠিক মেধাকে নির্বাচন করা সম্ভব হবে৷ স্বচ্ছতা আনার পাশাপাশি ইন্টারভিউ পদ্ধতি তুলে দেওয়ায় সরকারের ব্যয় অনেকটা কমবে বলেও মেনে নিয়েছে অধিকাংশ রাজ্য৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *