উৎসবের মরশুমে ১০ হাজারেরও বেশি চাকরি দিল মহিন্দ্রা লজিস্টিক

উৎসবের মরশুমে ১০ হাজারেরও বেশি চাকরি দিল মহিন্দ্রা লজিস্টিক

নয়াদিল্লি: উৎসবের মরশুমে চাকরি প্রার্থীদের জন্য সুখবর৷ বিপুল পরিমাণ প্রার্থী নিয়োগ করছে মাহিন্দ্রা লজিস্টিক৷ সোমবার সংস্থার তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎসবের আগে সিজনাল জব বা আংশিক সময়ের কাজের জন্য ১০ হাজার ১০০টি শূন্য পদে লোক নেওয়া হয়েছে৷ এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মীর কাজ পরবর্তী সময়েও বজায় থাকবে৷ 

আরও পড়ুন- ২ বছরে ৪টি সরকারি চাকরি ঝুলিতে পুড়লেন এই মহিলা, এই সাফল্যের চাবিকাঠি কী?

মাহিন্দ্রা গ্রুপের লজিস্টিক শাখার দাবি, গত দুই বছরে প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনায় ড্রাইভার ও গুদাম অপারেটর সহ ২০ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এমএলএল-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মাহিন্দ্রা লজিস্টিকস লিমিটেড (এমএলএল), ভারতের অন্যতম বৃহত্তম তৃতীয় পক্ষের লজিস্টিক সলিউশন সরবরাহকারী সংস্থা আসন্ন উত্সব মরশুমের আগে চাকরির বিপুল সুযোগ দিচ্ছে৷ ইতিমধ্যেই ১০,১০০ জনকে নিয়োগ করা হয়েছে৷ উৎসবের পরও এঁদের মধ্যে বিপুল সংখ্যক কর্মীকে বিভিন্ন পদে কাজে বহাল রাখা হবে৷’’  ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘প্যান্ডেমিক পরিস্থিতির  মধ্যেও থার্ড পার্টি ওয়ার্ক ফোর্সে ৪০ শতাংশ কর্মী নিয়োগ করেছে সংস্থা৷’’ 
 

আগামী পাঁচ বছরের জন্য সংস্থার রূপরেখা তৈরি করা হয়েছে৷ যার ভিত্তিতে প্রতবন্ধী, সশস্ত্র সেনাবাহিনীর প্রাক্তন কর্মীদের নিযুক্ত করা হচ্ছে৷ এছাড়াও লিঙ্গ ভিত্তিক ব্যবধান দূর করতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এবং অভিজ্ঞতাসম্পন্ন মহিলাদের অধিক পরিমাণে নিয়োগ করা হচ্ছে৷ চলতি অর্থবর্ষে এমএলএল-এর শাখা ও তাদের অংশীদারদের সংস্থায় পাঁচশোর বেশি প্রতিবন্ধী কর্মীকে নিয়োগ করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- সুখবর! সরকারি চাকরিতে উঠে গেল ইন্টারভিউ প্রক্রিয়া, ২৩ রাজ্যে নির্দেশিকা কেন্দ্রের

এমএলএল-এর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘লিঙ্গ বৈষম্য আমাদের সমাজে একটা বড় চ্যালেঞ্জ৷ বিশেষ করে লজিস্টিক বিভাগে এই বৈষম্য চোখে পড়ার মতন৷ এই ব্যবধান দূর করতে ‘উড়ান’ নামে এক বিশেষ উদ্যোগ নিয়েছে এমএলএল৷ উড়ান প্রকল্পের অধীনে ইতিমধ্যেই মহিলাদের নিয়োগ শুরু করে দিয়েছে সংস্থা৷’’ শুধু মহিলাদেরই নিয়োগ করছে না এমএলএল৷ সম্প্রতি মহারাষ্ট্রের ভাবান্দিতে তাদের গুদামে বৃহন্নলা সম্প্রদায়ের মানুষদেরও নিয়োগ করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *