দ্রুত বৃদ্ধি পাচ্ছে ‘মারবার্গ’ ভাইরাসের সংক্রমণ, সতর্কবার্তা দিল WHO

দ্রুত বৃদ্ধি পাচ্ছে ‘মারবার্গ’ ভাইরাসের সংক্রমণ, সতর্কবার্তা দিল WHO

জেনেভা: করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই অন্যান্য একাধিক রোগ নিয়ে শঙ্কা বেড়েছে। তার মধ্যে অন্যতম হল মারবার্গ ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, এই ভাইরাস মারাত্মক সংক্রামক, সামান্য ছোঁয়াতেই ছড়িয়ে পড়তে পারে এবং এর মৃত্যুহারও অনেকটা বেশি। তাই এই নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে তারা। এও জানা গিয়েছে, এই ভাইরাসের সঙ্গে মিল রয়েছে ইবোলার। তাই এটি কতটা ভয়ঙ্কর হতে পারে তা আন্দাজ করাই যায়।

আরও পড়ুন: কীভাবে দূরে থাকা যাবে মাঙ্কিপক্স থেকে? রইল একগুচ্ছ পরামর্শ

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় কয়েক মাস আগে এই ভাইরাসের খোঁজ মিলেছিল। সেই দেশে ২ জনের মৃত্যুও হয়েছিল সেই সময়ে। সম্প্রতি জানা গিয়েছে, আফ্রিকার পশ্চিম দিকের ছোট্ট দেশ ইকুয়াটোরিয়াল গিনিতে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এখনও পর্যন্ত সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর এবং আক্রান্তের সংখ্যা বহু। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগের থেকে অনেক বেশি সচেতন হওয়ার আর্জি জানাচ্ছে এই রোগ নিয়ে। কিন্তু কী এই রোগ? তার উপসর্গই বা কী? তাও জানিয়েছে ‘হু’।