শিক্ষক নিয়োগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কালই বিজ্ঞপ্তি, ইন্টারভিউ ১০ জানুয়ারি!

শিক্ষক নিয়োগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কালই বিজ্ঞপ্তি, ইন্টারভিউ ১০ জানুয়ারি!

কলকাতা:  ভোটের আগে শিক্ষক নিয়োগ থেকে বদলি, সমস্ত কাজ সেরে ফেলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নের সাংবাজিক বৈঠক থেকে শিক্ষক বদলি ও প্রাইমারি স্কুলে সাড়ে ষোল হাজার প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷  

আরও পড়ুন- তৃণমূলে সুজাতা, সাংসদ-স্ত্রীর দলবদল নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?

এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকে সাড়ে ষোল হাজার শূন্যপদে নিয়োগ হবে৷ আগামীকাল প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে৷ ২০২১-এর ১০ থেকে ১৭ জানুয়ারি নেওয়া হবে ইন্টারভিউ ৷ এর পর যত শীঘ্র সম্ভব নিয়োগ সংক্রান্ত প্যানেল তৈরি করা হবে৷ ৩১ জানুয়ারি তৃতীয় টেট পরীক্ষা অফলাইনে নেওয়া হবে বলেও জানান তিনি৷ আড়াই লক্ষ প্রার্থী পরীক্ষায় বসবেন৷     

অন্যদিকে, প্রাথমিক শিক্ষকদের নিজ জেলায় বদলির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে৷ তবে এক্ষেত্রে সমস্যা রয়েছে বিষয়কে কেন্দ্র করে৷ কোনও জেলায় কোনও নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক রয়েছেন৷ আবার কোনও জেলায় কোনও একটি বিষয়ে  শিক্ষক নেই৷ যিনি যে বিষয় নিয়ে পাশ করেছেন, তার নিরিখে শূন্য স্থান দেখে বদলির বিষয়টি বিবেচনা করা হচ্ছে৷ ফাঁকা না থাকলে ব্যবস্থা করা সম্ভব নয়৷ তবে তাঁদের জন্য কী ব্যবস্থা করা হবে, সেই বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে৷ 

আরও পড়ুন- সাম্প্রদায়িক দলে যোগ, শহিদের মা নিন্দা করেছেন শুভেন্দুর, আক্রমণ সৌগতের

তিনি জানান, শিক্ষকদের বাড়ির কাছে বদলির জন্য ১০ হাজার ১৬৩টি আবেদন জমা পড়েছিল৷ এর মধ্যে ৬ হাজারেরও বেশি শিক্ষকের নিজ জেলার বদলির অর্ডার হয়ে গিয়েছে৷ ৬৪ শতাংশ শিক্ষক বদলির অর্ডার পেয়ে গিয়েছেন৷ তাঁর কথায়, কলকাতা বা কলকাতার কাছাকাছি সকলেই আসতে চায়৷ এর ফলে জেলা ফাঁকা হয়ে যাবে৷ তাই ভারসাম্য রেখে ব্যবস্থা করা হবে৷ মুখ্যমন্ত্রী জানান, সেকেন্ডারি স্তরে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন জমা পড়েছিল ৪ হাজার ৫৯৪টি৷ এর মধ্যে ৪ হাজার ৪৯০ জনেরই বদলির অর্ডার হয়ে গিয়েছে৷ 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − two =