তৃণমূলে সুজাতা, সাংসদ-স্ত্রীর দলবদল নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?

তৃণমূলে সুজাতা, সাংসদ-স্ত্রীর দলবদল নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?

কলকাতা: বিজেপির অন্দরে ভাঙন ধরিয়ে আচমকা তৃণমূলে নাম লিখিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল৷ তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন সুজাতাদেবী৷ বিজেপি সাংসদের স্ত্রীর আচমকা তৃণমূলে যোগদান বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে৷ সাংবাদিক বৈঠক করে তৃণমূলে নাম লেখানো স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার বার্তা দিয়েছেন  বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ সৌমিত্র-স্ত্রী সুজাতার দলবদল নিয়ে এবার নিজের অবস্থান জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷  

পূর্ব বর্ধমানের কাটোয়ায় চায়ে পে চর্চায় অংশ নেন দিলীপ ঘোষ৷ সেখানে ওঠে সুজাতাদেবীর দলবদলের প্রসঙ্গ৷ দলে ভাঙন নিয়ে প্রশ্ন উঠলেও গুরুত্ব দিতে নারাজ দিলীপ৷ তাঁর সাফ মন্তব্য, ‘‘কোনও পারিবারিক সমস্যায় নিয়ে কথা বলা আমার রুচিতে নেই৷’’ বিজেপি সাংসদ-স্ত্রী সুজাতার তৃণমূলে যোগদানে দলের অন্দরে কোনও প্রভাব পড়বে? দিলীপের জবাব, ‘‘কার প্রভাব কোথায় পড়বে? প্রত্যেক পরিবারে সমস্যা আছে৷ এর কোনও গুরুত্ব রাজনীতিতে নেই৷ তৃণমূল কী করবে, করে নিক৷ বিজেপির এই নিয়ে কোনও চিন্তা নেই৷ যাদের নিয়ে এত চিন্তা, তারা পার্টির কে?’’ শেষে খোঁজা দিতে ছাড়েননি দিলীপ৷ যদিও এই খোঁচার যথেষ্ট তাৎপর্য রয়েছে৷

সোমবার বঙ্গ রাজনীতিতে চমক দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল৷ জানান, বিজেপি যোগ্য লোকদের সম্মান দেয় না৷ বাইরে থেকে ‘দুর্নীতিপরায়ন’ নেতাদের ডেকে আনা হচ্ছে৷ বিজেপিতে এখন থেকেই ৬ জন মুখ্যমন্ত্রী পদের জন্য লাইন দিয়ে আছেন৷ সুজাতাদেবীর এই মন্তব্য অস্বস্তি বাড়ে গেরুয়া শিবিরের অন্দরে৷ পরে সাংবাদিক বৈঠক করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তাঁর স্ত্রী সুজাতাদেবীকে বিবাব বিচ্ছেদের নোটিশ পাঠান৷ সৌমিত্রের ঘরে ভাঙন নিয়ে মুখে কুপুল এঁটেছে বিজেপি নেতৃত্ব৷ কেননা, সৌমিত্রের সঙ্গে দিলীপ ঘোষের বেশ খানিকটা দূরত্ব তৈরি হয়েছিল৷ অমিত শাহের বৈঠকেও তিনি ভর্ৎসনার মুখোমুখি হন৷ স্ত্রীকে পদ দেওয়া নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার সৌমিত্র খাঁ পরিবারে ভাঙন নিয়ে দিলীপ ঘোষের খোঁচা ও বাকিদের নীরবতা, নতুন জল্পনা তৈরি করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =