নিয়োগ চলছে BSF-এ, ইন্টারভিউয়ের জন্য সত্বর যোগাযোগ করুন

নিয়োগ চলছে BSF-এ, ইন্টারভিউয়ের জন্য সত্বর যোগাযোগ করুন

6cc2429cc35e2f120f73467bd468d4d0

নয়াদিল্লি: স্পেশালিস্ট চিকিৎসক এবং জিডিএমও (জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার্স) পদে নিযোগ করছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)৷ বিএসএফ সমন্বিত ও বিএসএফ হাসপাতালে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে৷ ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন৷ ইন্টারভিউ হবে ২১ থেকে ৩০ জুন৷ 

আরও পড়ুন- শিক্ষাকর্মীদের বদলি বিভ্রাট, নতুন শিক্ষামন্ত্রীর কাছে সমস্যা সমাধানের আর্জি

মোট ৮৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে৷ এর মধ্যে স্পেশ্যালিস্ট পদ ২৭টি আরজেনারেল ডিউটি মেডিকাল অফিসারের পদ ৬২টি৷ 
 

স্পেশালিস্ট- এই পদের জন্য প্রার্থীকে ভারতীয় মেডিকেল কাউন্সিল আইন, ১৯৫৬ এর প্রথম বা দ্বিতীয় সিডিউল বা থার্ড শিডিউলের পার্ট ২ এর যোগ্যতা থাকতে হবে৷ এক্ষেত্রে সেকসন ও বা

সিডিউল ৬ এর সেকসন বি-তে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাও সমতুল্য হবে৷ 
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার- ভারতীয় মেডিকেল কাউন্সিল আইন, ১৯৫৬-এর তৃতীয় সিডিউলের প্রথম বা দ্বিতীয় সিডিউল বা দ্বিতীয় অংশের (সেই লাইসেন্সের যোগ্যতা ব্যতীত) অন্তর্ভুক্ত একটি স্বীকৃত মেডিকেল যোগ্যতা প্রয়োজন৷ 

বয়স- আবেদনকারীর বয়স ৬৭ র কম হতে হবে৷ 
 

নির্বাচন- ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করতে হবে৷ ওই দিনই প্রার্থীর মেডিক্যাল টেস্টও করা হবে৷ এই পদে নিয়োগের আগে ফিটনেস প্রয়োজন৷ 
 

পে স্কেল– স্পেশালিস্ট পদে নির্বাচিত প্রার্থীদের বেতন হবে ৮৫ হাজার টাকা৷ জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে বেতন ৭৫ হাজার টাকা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *