পুজোর আগে সুখবর! ৭৮ দিনের ‘দীপাবলি’ বোনাস পাবেন কেন্দ্রীয় সরকারের এই কর্মচারীরা

পুজোর আগে সুখবর! ৭৮ দিনের ‘দীপাবলি’ বোনাস পাবেন কেন্দ্রীয় সরকারের এই কর্মচারীরা

নয়াদিল্লি: পুজোর আগে সুখবর৷ ১১ লক্ষ কর্মচারীকে ৭৮ দিনের দীপাবলি বোনাস দিতে চলেছে ভারতীয় রেল৷ বুধবার রেলের প্রস্তাবে ২০২০-২১ অর্থবর্ষে নন-গেজেটেড রেলকর্মীদের জন্য এই ‘দীপাবলি বোনাসে’ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে এই দীপাবলি বোনাস পাবেন না আরপিএফ এবং আরপিএসএফ-এর কর্মীরা৷ 

আরও পড়ুন- পুলিশে ১৩৩৪টি শূন্যপদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাস হলেই যোগ্য

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ১১ লক্ষ ৫৬ হাজার রেলকর্মী৷ ২০১৯-’২০ অর্থবর্ষে ৭৮ দিনের বোনাস পেয়েছিলেন ১১ লক্ষ ৫৮ হাজার রেল কর্মচারী৷ দীপাবলি বোনাসের জন্য খরচ হয়েছিল ২ হাজার ৮১ কোটি ৬৮ লক্ষ টাকা। তিনি আরও জানান, ২০২০ সালে রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছিল প্রতি মাসে সর্বোচ্চ ৭ হাজার টাকা হিসেবে ৭৮ দিনে সর্বোচ্চ ১৭ হাজার ৯৫১ টাকা বোনাস হিসেবে দেওয়া হবে। বুধবার সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্র। দীপাবলি বোনাসের জন্য এ বছর খরচ হবে ১ হাজার ৯৮৫ কোটি টাকা৷ 

গতবার সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বোনাসে অনুমোদন দেওয়া হয়েছিল। ‘প্রোডাক্টিভিটি’ বোনাস পেয়েছিলেন রেল, ভারতীয় ডাক, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও), এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের (ইএসআইসি) মতো বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭ লাখ কর্মী৷ অন্যদিকে নন-প্রোডাক্টিভিটি বোনাস পেয়েছিলেন প্রায় ১৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী।

ফি বছর পুজোর আগে নন-গেজেটেড কর্মচারীদের বোনাস দিয়ে থাকে ভারতীয় রেল। আরপিএফ ও আরপিএসএফ কর্মচারী বাদে বাকিরা এই বোনাস পেয়ে থাকেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fifteen =