পুলিশে ১৩৩৪টি শূন্যপদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাস হলেই যোগ্য

পুলিশে ১৩৩৪টি শূন্যপদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাস হলেই যোগ্য

সিমলা: পুলিশে ১৩৩৪টি শূন্যপদ৷ যদিও তা এরাজ্যে নয়, হিমাচল প্রদেশে৷ কনস্টেবল পদে আবেদন চলছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদনের জন্য হিমাচল প্রদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট citizenportal.hppolice.gov.in -এ প্রকাশিত বিজ্ঞপ্তি পড়ে দেখতে পারেন৷ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ অক্টোবর, ২০২১ থেকে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর, ২০২১ পর্যন্ত।
 

শূন্যপদ
মোট ১৩৩৪টি পদ খালি রয়েছে৷ 

 

শূন্যপদের বিবরণ
জেনারেল ডিউটি (পুরুষ)- ৯৩২টি 
জেনারেল ডিউটি (মহিলা)- ৩১১টি 
কনস্টেবল ড্রাইভার- ৯১টি 

 

যোগ্যতা
উক্ত পদে আবেদনের জন্য প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীদের ন্যূনতম দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে৷ মহিলা ও পুরুষ উভয়েরই উচ্চতা মাপা হবে। যোগ্যতার ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা থাকাটাও বাঞ্ছনীয়।

 

আবেদন ফি
ফি অনলাইন ও অফলাইন দুই ভাবেই দেওয়া যাবে৷ করোনার বিধিনিষেধ মেনে চলার জন্য আবেদনকারীদের প্রত্যেককে আবেদন ফি-র সঙ্গে ১০০ টাকা করে অতিরিক্ত দিতে হবে৷ জেনারেল ক্যাটাগরি, গোর্খা ও হোম গার্ডদের ২০০ টাকা করে দিতে হবে ফি বাবদ। সঙ্গে ১০০ টাকা অতিরিক্ত৷ এসসি, এসটি, বিপিএল, মহিলা ও হোমগার্ডদের ৫০ টাকা ছাড়াও ১০০ টাকা অতিরিক্ত দিতে হবে।

 

বয়স
জেনরাল ক্যাটাগরির প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে হতে হবে৷ তবে এসসি, এসটি, ওবিসি ও গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে৷ জেনারেল এবং ওবিসি প্রার্থীদের হোম গার্ড পদে আবেদেনের জন্য বয়স হতে হবে ২০ থেকে ২৮৷ এসসি, এসটি, গোর্খাদের হোম গার্ড হতে বয়সসীমা ২০- ২৮৷ খেলাধূলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বয়স হতে হবে ১৮- ২৭

 

আবেদন প্রক্রিয়া
recruitment.hppolice.gov.in এখানে গিয়ে নিউ ইউজার ট্যাবে ক্লিক করে নিজের নাম রেজিস্টার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপর সাবমিট করে দিলেই হবে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =