পেনশন প্রাপকদের জন্য সুখবর! বাড়ছে ফ্যামিলি পেনশনের পরিমাণ

পেনশন প্রাপকদের জন্য সুখবর! বাড়ছে ফ্যামিলি পেনশনের পরিমাণ

কলকাতা:  রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন হোল্ডারদের জন্য সুখবর৷ বাড়ানো হল প্রাপ্য ফ্যামিলি পেনশনের পরিমাণ৷ রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী পেনশন প্রাপক সরকারি কর্মচারীর মৃত্যু হলে তাঁর স্ত্রী অথবা স্বামী ফ্যামিলি পেনশন পেয়ে থাকেন। ফ্যামিলি পেনশন প্রাপকের মৃত্যু হলে তাঁর সন্তান পেনশন পেয়ে থাকেন৷ সেক্ষেত্রে সন্তানের বয়স ২৪ বছরের নীচে হতে হবে এবং নিজস্ব কোনও উপার্জন থাকবে না৷ 

আরও পড়ুন- রাজ্যের সংস্থা নয়, নিরপেক্ষ ভাবে কাজ করুন, নির্বাচন কমিশনকে কড়া চিঠি ধনকড়ের

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সন্তানের বাবা-মা দু’জনেই পেনশন প্রাপক ছিলেন তাঁর ফ্যামিলি পেনশনের সর্বোচ্চ সীমা ১২ হাজার ৭৪৭ টাকা থেকে ৩২ হাজার ৭৬০ করা হল। একজন পেনশন প্রাপক হলে সর্বোচ্চ সীমা ৬ হাজার ৮৪৮ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার ৬০০ টাকা করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *