কলকাতা: পুর ভোট নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতে৷ মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে সাক্ষাৎ করেন জগদীপ ধনকড়৷ রাজ্যের সকল পুরভোট একসঙ্গে করানোর দাবি জানান তিনি৷ পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ, স্বাধীন এবং কার্যকর ভূমিকা পালন করার পরামর্শও দেন রাজ্যপাল।
আরও পড়ুন- জঙ্গলমহলে ফের শক্তি বাড়াচ্ছে মাওবাদীরা, মার্কিন রিপোর্টে সিঁদুরে মেঘ
পুর নির্বাচনের আগে হাওড়া পুরসভাকে দ্বিখণ্ডিত করে বালিকে আলাদা করতে সংশোধনী বিল এনেছে রাজ্য সরকার৷ সেই বিলে সই না-করে ঝুলিয়ে রেখেছেন রাজ্যপাল। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল৷ মনে করা হয়েছিল, তিনি হয়তো এবার বিলটিতে সই করবেন। তার আগে আলোচনা করতেই রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছেন৷ কিন্তু আদতে তা হয়নি। উলটে রাজ্য নির্বাচন কমিশনকে তার ভূমিকা বুঝিয়ে দিয়েছেন ধনকড়।
প্রায় এক ঘণ্টার বৈঠকের পর রাজ্যপাল কমিশনের ক্ষমতার কথা মনে করিয়ে দেন। বৈঠকের পর টুইটও করেন রাজ্যপাল। ধনকড় নির্বাচন কনমিশনারকে বলেন, রাজ্য নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা৷ এটা রাজ্য সরকারের কোনও সংস্থা নয়। তাই তাদের স্বাধীন, নিরপেক্ষ ও পক্ষপাত মুক্ত হয়ে কাজ করতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের মতোই স্বাধীন ক্ষমতা রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের৷ এনিয়ে নির্বাচন কমিশনকে একটি চিঠিও পাঠিয়েছেন রাজ্যপাল। প্রতিটি পুরসভার ভোট একসঙ্গে করানো প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার অবশ্য ইভিএমের অপ্রতুলতার কথা রাজ্যপালকে জানিয়েছেন।
অন্যদিকে, নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে রাজ্যপাল লিখেছেন, রাজ্য নির্বাচন কমিশনার তাঁর সাংবিধানিক এক্তিয়ারের বাইরে গিয়ে কোনও ভাবেই যেন রাজ্য সরকারের হয়ে কাজ না করেন। রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের শাখা সংগঠন নয়৷ তাঁকে নিরপেক্ষ ভাবেই চলতে হবে৷