এসএসসি গ্রুপ ডি: CBI অনুসন্ধানের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

এসএসসি গ্রুপ ডি: CBI অনুসন্ধানের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

2c6a9637329c37703ec2a0759200d8be

কলকাতা: এসএসসি গ্রুপ ডি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ৷ ৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ৷ সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করা হল৷ আগামী ৭ দিন এই স্থগিতাদেশ বহাল থাকবে৷ সোমবার ডিভিশন বেঞ্চে ফের শুনানি৷ 

আরও পড়ুন- গ্রুপ ডি’র পর গ্রুপ সি, এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফের CBI তদন্তের নির্দেশ হাই কোর্টের

মঙ্গলবার গ্রুপ ডি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাই কোর্টের গড়ে দেওয়া অনুসন্ধান কমিটি খারিজ করে সিবিআই-কে অনুসন্ধানের দায়িত্ব দেন৷ বিচারপতি আরও বলেন, দুপুর ১টার পর অনুসন্ধান কমিটির অফিস দখল নেবে সিআরপিএফ জওয়ানরা৷ এবং ১৬ মার্চের মধ্যে কলকাতা হাইকোর্টে প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট পেশ করবে সিবিআই৷ সরকারের তরফে সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়৷ 

ডিভিশন বেঞ্চ জানায়, গ্রুপ ডি মামলায় আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হচ্ছে৷ অর্থাৎ এখনই এই মামলার ভার গ্রহণ করছে না সিবিআই৷ পাশাপাশি  আগামী দুই সপ্তাহ সিঙ্গেল বেঞ্চে এই মামলার কোনও রকম বিচার প্রক্রিয়া চলবে না৷ আগামী সোমবার শুনানি হবে ডিভিশন বেঞ্চে৷ 

গত ৯ ফেব্রুয়ারি ৫৭৩ জন গ্রুপ ডি স্টাফের বেতন বন্ধ ও চাকরি খারিজের নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেই নির্দেশের উপরেও আগামী এক সপ্তাহ স্থগিতাদেশ দেওয়া হয়েছে৷ সোমবার একই সঙ্গে এই বিষয়েও শুনানি হবে৷ এদিন বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, এটা কি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, আগে গলা কেটে দাও তার পর বিচার?