কলকাতা: এসএসসি মামলায় নতুন মোড়। গ্রুপ সি’র অনুসন্ধান কমিটি থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। কলকাতা হাইকোর্ট দুর্নীতি মামলার অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠন করে দিয়েছিল। ৩ মাসের মধ্যে এই তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে হত। হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন কমিটি। কিন্তু এবার তিনি নিজেই সরে দাঁড়ালেন।
আরও পড়ুন- ২০১৬-র পর হয়নি পরীক্ষা, কবে হবে জানা নেই, দুর্নীতির কাঁটায় বিদ্ধ এসএসসি
গ্রুপ সি মামলা থেকে সরলেও গ্রুপ ডি মামলায় রিপোর্ট পেশ করেছে বিচারপতি বাগের অনুসন্ধান কমিটি। সেখানে জানান হয়েছে, ৬০৯ টি ভুয়ো সুপারিশ পত্র দেওয়া হয়েছিল। নিয়ম অনুসারে, সুপারিশ পত্রের হিসাব রাখার জন্য আলাদা রেজিস্ট্রার ছিল। কিন্তু চেয়ারম্যানকে না জানিয়েই এই সুপারিশ পত্র দেওয়া হত। এই নিয়োগপত্র গুলি পর্ষদের অফিস থেকে না দিয়ে এসএসসির নবনির্মিত ভবন থেকে দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিয়ে এমনটাই জানিয়েছে বিচারপতি বাগের কমিটি। যারা যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে প্রতারণা এবং ভুয়ো নথি বানানোর অভিযোগে এফআইআর দায়ের করা উচিত বলেই আবেদন জানান হয়েছে আদালতে। ৪৬৫, ৪১৭, ৪৬৮, ৩৪, ১২০ বি ধারায় মামলা করা উচিত বলে আবেদন।
ইতিমধ্যেই এসএসসি নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য৷ অন্যদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়িয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ৷ এর আগেও একাধিক এসএসসি মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিল বিচারপতি ট্যান্ডনের বেঞ্চ৷ সেই সমস্ত মামলা এই মুহূর্তে সুব্রত তালুকদারের বেঞ্চে বিচারাধীন৷