কলকাতা: বঞ্চিত এসএসসি চাকরিপ্রার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে অবিলম্বে লক্ষাধিক শিক্ষক-শিক্ষাকর্মী শূন্যপদে স্থায়ী নিয়োগ, প্রতি বছর সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল ও মাদ্রাসায় স্বচ্ছ নিয়োগ, নিয়োগে দুর্নীতির যথাযথ তদন্ত দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ন্যায়বিচারে বাধাদানের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের ডাকে আগামী ২৯ এপ্রিল কলকাতায় বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন- গাংনাপুর কাণ্ড: নির্যাতিতার বিষক্রিয়ায় মৃত্যু বলে দাবি! দ্বিতীয়বার দেহের ময়নাতদন্তের নির্দেশ
শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে জানান হয়েছে, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হবে উক্ত দিনে। সেখানে উপস্থিত থাকবেন সমস্ত স্তরের শিক্ষক, শিক্ষাকর্মী, বঞ্চিত চাকরিপ্রার্থী, শিক্ষিত বেকার, অভিভাবকসহ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। সম্প্রতি ৪০০ দিন পার করেছে বঞ্চিত হবু শিক্ষক পদপ্রার্থীদের আন্দোলন। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৩ দফা মিলে মোট ৪০০ দিন পূর্ণ হয়েছে। প্রথম দফায় ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনে ২৯ দিন; দ্বিতীয় দফায় ২০২১ সালে সল্টলেক সেন্ট্রাল পার্কের ৫ নং গেটের কাছে ১৮৭ দিন; তৃতীয় দফায় গান্ধীমূর্তির পাদদেশে ১৮৪ দিনের বেশি যাবৎ অবস্থান বিক্ষোভ ও অনশন চালিয়ে যাচ্ছে ন্যায্য চাকরির দাবিতে। আজ আবার বিজেপিও তাদের দাবি তুলে ধরে বিকাশ ভবন যাত্রা করে। সেই মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়।
কর্মসংস্থানের দাবি, শিক্ষক, পুলিশ নিয়োগ সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে আজ বিকাশ ভবন অভিযান করেছিল বিজেপি যুব মোর্চা। সেই অভিযান ঘিরে করুণাময়ী চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। এই মিছিলে ছিলেন কেন্দ্র এবং রাজ্যস্তরের নেতারা। তবে করুণাময়ীতে গেলেই গন্ডোগোলের সূত্রপাত হয়। পুলিশের দাবি, বিজেপির এই মিছিল করার কোনও অনুমতি নেই। এদিকে বিজেপির নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চেষ্টা করে। সেই সময়েই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপি কর্মী এবং নেতাদের ওপর জলকামান ছোড়ে পুলিশ।