কলকাতা: পশ্চিমবঙ্গে বিভিন্ন চাকরি ক্ষেত্রে নিয়োগ নিয়ে একাধিক সমস্যা। দীর্ঘ দিন ধরে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে তা সকলের জানা। এবার রেলে নিয়োগ নিয়েও সমস্যার শেষ নেই বলেই অনুমান। পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী মঞ্চ এই নিয়ে সরব হয়েছে। ইতিমধ্যে তারা রেলভবন অভিযান করেছে।
আরও পড়ুন- আদালত অবমাননার দায়ে রুল জারি মুখ্যসচিবের বিরুদ্ধে! আট দিনে দ্বিতীয়বার
আন্দোলনকারীদের বক্তব্য, ২০১৯ সালে রেলে এনটিপিসি’তে নিয়োগের নোটিফিকেশন দেওয়া হয়। ৩ বছর ধরে অনেক টালবাহানা চলছে কিন্তু কিছুই হয়নি। সিবিটি-১-এর রেজাল্ট বেরিয়েছে মাস চারেক আগে। এবার সিবিটি-২-র পরীক্ষা হবে আগামী ৯ ও ১০ মে তারিখে। এর পরীক্ষার সেন্টার ফেলা হয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, কেরল, অসমে। তাদের অভিযোগ, ফর্ম ফিলাপের সময় যে সেন্টার তারা উল্লেখ করেছিল তা মানা হয়নি। এছাড়াও বেকার ছেলেমেয়েদের কেবল মাত্র পরীক্ষা দেওয়ার জন্য হাজার হাজার টাকা খরচের কোনো যুক্তি নেই। এর বিরুদ্ধেও আওয়াজ তুলেছে তারা। সব মিলিয়ে রেলের নিয়োগের এনটিপিসি সিবিটি-২-র নিজেদের নির্দিষ্ট জোনে পরীক্ষার সেন্টার দেওয়ার দাবিতে পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে আজ আরআরবি কলকাতা অফিসে ডেপুটেশন দেওয়া হয়।
আজ যে চাকরিপ্রার্থীরা উপস্থিত ছিলেন তাদের এই রাজ্যে সেন্টার যাতে পড়ে তার আবেদন পত্র গ্রহণ করা হয় আরআরবি কলকাতার পক্ষ থেকে। সেন্টার কোথায় হবে তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলে জানান হয়েছে। চাকরিপ্রার্থীদের বক্তব্য, অল্প কয়েক দিনে ট্রেনের টিকিট পাওয়াও যায় না। খুবই অসুবিধায় পড়েন এই রাজ্যের ছেলে মেয়েরা। তাই এই রাজ্যের ছেলে মেয়েদের এই রাজ্যেই পরীক্ষার সেন্টার চাই।