কলকাতা: মন্ত্রী পরেশ-কন্যার পর আরও একজনের শিক্ষকপদে চাকরি বাতিল৷ বেআইনি নিয়োগের অভিযোগে, নতুন বেঞ্চেও এসএসসি’র ওই শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ সিদ্দিক গাজি নামে এক ব্যক্তির চাকরি বাতিল করা হয়েছে৷
আরও পড়ুন- চাকরি জীবন শুরু সোমার, ভুলতে পারবেন না আন্দোলন মঞ্চকে
উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের নিয়ম মেনে সম্প্রতি বিচারপতিদের বিচার্য বিষয় বদল হয়েছে৷ এবার থেকে এসএসসি’র যে মামলাগুলি রয়েছে সেগুলির শুনানি হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে৷ সেই মতোই এসএসসি-র একটি মামলার শুনানিতে স্কুল সার্ভিসের নবম-দশম গণিতের শিক্ষক সিদ্দিক গাজির চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হল মধ্যশিক্ষা পর্ষদকে৷
এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রকম একাধিক ভুয়ো নিয়োগের ক্ষেত্রে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন৷ নতুন বেঞ্চেও চাকরি বাতিল করা হয়৷ অভিযোগ, মেধা তালিকায় ২৭৫ নম্বর স্থানে রয়েছেন সিদ্দিক গাজি৷ তিনি নিয়োগপত্র হাতে পেয়েছেন এবং চাকরি করছেন৷ অথচ যিনি মেধাতালিকার ২০০ নম্বর স্থানে রয়েছেন সেই প্রার্থী চাকরি পাননি৷ ফলে এক্ষেত্রে ভুয়ো সুপারিশপত্র ও ভুয়ো নিয়োগের অভিযোগ ওঠে৷ সেই মামলার শুনানিতে কার্যত প্রথম দিনই বিচারপতি রাজশেখর মান্থা চাকরি বাতিল করার নির্দেশ দেন৷
এদিকে, কলকাতা হাই কোর্টের ডিভিশন এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশে ইতিমধ্যেই এসএসসি মামলাগুলি সিবিআই তদন্ত করছে৷ পাশাপাশি নতুন করে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাতেও দেখা গেল একজনের চাকরি বাতিল করা হল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>