কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পর ক্যানসারে আক্রান্ত এসএসসি’র আন্দোলনরত চাকরি প্রার্থী সোমা দাসকে অবিলম্বে নিয়োগের নির্দেশ রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়েছিল নবান্ন। নির্দেশ আসার সাত দিনের মধ্যেই সোমা চাকরি পেয়ে যান। আজ, শনিবার থেকেই তাঁর চাকরি জীবন শুরু হল। কিন্তু তাঁর স্বপ্ন পুরণ হলেও আন্দোলনকারী কাউকেই ভুলতে পারছেন না তিনি। কারণ সোমা আগেই জানিয়েছিলেন, চাকরি নিলেও আন্দোলন তাঁর জারি থাকবে।
আরও পড়ুন- ক্যানসার আক্রান্ত আন্দোলনকারী সোমাকে দ্রুত নিয়োগ, SSC-কে নির্দেশ নবান্নের
বীরভূমের নলহাটি থানার মধুরা হাইস্কুলে তিনি শিক্ষক হিসেবে যোগদান করেছেন। কিন্তু তাতেও যেন তিনি ১০০ শতাংশ খুশি হতে পারেননি। তাঁর কথায়, বারবার আন্দোলনকারীদের মুখগুলো মনে পড়ছে তাঁর। সবাই যদি একসঙ্গে চাকরি পেত তাহলে সবথেকে খুশি হতেন তিনি এমনটাই জানিয়েছেন সোমা। তবে তিনি যে আন্দোলন মঞ্চ ছেড়ে যাবেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন। সোমা জানিয়েছেন, একজন শিক্ষিকার কর্তব্য তিনি পালন করবেন, তার ফাঁকেই চলে যাবেন আন্দোলন মঞ্চে। যতদিন না সবাই চাকরি পাচ্ছে, ততদিন তিনি আন্দোলন চালিয়ে যাবেন।
আসলে অসুস্থতা সত্ত্বেও ২০১৯ সাল থেকে সোমা এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে রাস্তায় পড়ে থেকে আন্দোলন চালিয়ে গিয়েছেন। গত ১৩ এপ্রিল সোমাকে কলকাতা হাইকোর্টে ডেকে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ শিক্ষকতার চাকরির বদলে অন্য সরকারি চাকরির প্রস্তাবও দেন তিনি৷ কিন্তু সোমা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে সাফ জানান, তিনি শিক্ষকতাই করতে চান। পরে আদালতের নির্দেশেই রাজ্য সরকার তাঁকে চাকরি দেয় দ্রুত। তখনই তিনি স্পষ্ট বলেছিলেন, ‘‘চাকরি নিলেও আন্দোলন থেকে সরব না৷ গান্ধী মূর্তির চলাতেই বসে থাকব৷”