কলকাতা: পিএইচডি ডিগ্রি নেই৷ কিন্তু, আপনি যদি একজন বিশিষ্ট পেশাদার হন, তাহলে ভারতের যে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি (প্রফেসার অফ প্র্যাক্টিস) হিসাবে যোগ দিতে পারবেন৷ পুজোর ছুটির মুখে এমনটাই জানাল বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন বা ইউজিসি৷ এই বিষয়ে খসড়া প্রস্তাব প্রকাশের সময়েই বিতর্ক তৈরি হয়েছিল৷ দাবি উঠেছিল, বিশ্ববিদ্যালয়ে যে সব পদে বহু বছর ধরে নিয়োগ করা হয়নি, সেদিকে আগে নজর দেওয়া হোক৷ এবার ইউজিসি’র প্রস্তাবিত খসড়াকেই চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয়গুলির কাছে পাঠানো হল৷
আরও পড়ুন- ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বদল, জানুন বিস্তারিত
বলা হয়েছে, নিয়োগের যোগ্য হওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তিকে “বিশিষ্ট বিশেষজ্ঞ” হতে হবে, যিনি তাঁর পেশায় অসাধারণ অবদান রেখেছেন৷ কমপক্ষে ১৫ বছরের চাকরি বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রযুক্তি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মিডিয়া, সাহিত্য, সশস্ত্র বাহিনী, আইন, চারুকলা, জনসেবার পাশাপাশি সেনাবাহিনীর বিশেষজ্ঞরাও পড়ানোর সুযোগ পাবেন। ইউজিসি-র তরফে জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি মেনে পড়ুয়াদের শিক্ষাক্ষেত্র ও বাস্তব জীবনের যোগ্য তৈরির জন্যেই এই উদ্যোগ৷ তবে কোনও বিশ্ববিদ্যালয়ের মোট শূন্যপদের ১০ শতাংশের বেশি এই পদে নিয়োগ করা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি তাদের নিজস্ব তহবিল থেকে বেতন দেবে বা অর্থ প্রদানের জন্য সংস্থাগুলির কাছ থেকে আর্থিক সহায়তা চাইতে পারে। তিন বছরের জন্য নিয়োগ করা হবে৷ এর জন্য কোনও প্রবেশিকা পরীক্ষা লাগবে না৷ ইউডিসি-র এই নির্দেশেই অশনি সঙ্কেত দেখছে শিক্ষা মহলের একাংশ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>