বেনজির! প্রাথমিক নিয়োগে স্বচ্ছতা আনতে গোটা ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিয়ো রেকর্ডিং করবে পর্ষদ

বেনজির! প্রাথমিক নিয়োগে স্বচ্ছতা আনতে গোটা ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিয়ো রেকর্ডিং করবে পর্ষদ

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গ্রেফতার একাধিক আধিকারিক৷ এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নজিরবিহীন উদ্যোগ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও নথি যাচাই প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা সিদ্ধান্ত নিল তারা। ওই ভিডিও ফুটেজ সংরক্ষিত করা হবে। যাতে ভবিষ্যতে নিয়োগ ঘিরে কোনও অভিযোগ উঠলে, তা আদালতে পেশ করা যায়। পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষা মহল৷ 

আরও পড়ুন- ফের হাইকোর্টের দ্বারস্থ দেড় হাজার চাকরিপ্রার্থী, মামলার পর মামলা! কবে কাটবে নিয়োগ জট?

প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং এসএসসির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেপরোয়া দুর্নীতির অভিযোগ উঠেছে। সাদা খাতা জমা দিয়ে শুধুমাত্র টাকার জোরে চাকরি পেয়েছেন বহু প্রার্থী। আদালতের নির্দেশে অবশ্য চাকরি গিয়েছে তাঁদের। চাপের মুখে নিয়োগ পদ্ধতি স্বচ্ছ করতে মরিয়া পর্ষদ। সে কারণেই এই সিদ্ধান্ত৷ 

চলতি বছরে প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে পর্ষদ। চলতি বছর ১১ ডিসেম্বর টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) নেওয়ার হবে। টেট উত্তীর্ণদের ইন্টারভিউ রুমে ঢোকা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে বেরিয়ে যাওয়া পর্যন্ত পুরোটাই ভিডিও রেকর্ডিংয়ে ধরা থাকবে। পাশাপাশি রেকর্ডিং করা হবে নথি যাচাই প্রক্রিয়াও৷ 

তবে খোঁচা দিতে ছাড়েননি বিরোধীরা৷ তাঁদের দাবি, ভিডিয়ো রেকর্ডিং হলেই ভালো।  নিয়োগ প্রক্রিয়ায় যেন স্বচ্ছতা থাকে। সেই সঙ্গে বিরোধীদের খোঁচা, একের পর এক নিয়োগ দুর্নীতিতে নাস্তানাবুদ হয়েই স্বচ্ছ নিয়োগে বাধ্য হচ্ছে রাজ্য সরকার।