সুশান্তের ময়নাতদন্ত পর্যবেক্ষণ করে CBI-কে রিপোর্ট দিল AIIMS-এর প্যানেল

সুশান্তের ময়নাতদন্ত পর্যবেক্ষণ করে CBI-কে রিপোর্ট দিল AIIMS-এর প্যানেল

 

নয়াদিল্লি: সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্তের রিপোর্ট পর্যালোচনা করে নিজেদের মতামত জানাল দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস)-এর চিকিৎসকরা৷ সুশান্তের ভিসেরা রিপোর্টও পরীক্ষা করা হয়েছে৷ সুশান্তের ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট খতিয়ে দেখার জন্য চিকিৎসক সুধীর গুপ্তের নেতৃত্বে গঠন করা হয়েছিল এই বিশেষ প্যানেল৷  

আরও পড়ুন- সারাকে সাহায্য করতে নারাজ সইফ, সব দোষ চাপালেন অমৃতার ঘাড়ে!

 

চিকিৎসক দলের প্রধান সুধীর গুপ্ত জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর কারণ সম্পর্কে সিবিআই এবং  চিকিৎসকরা একমত। কিন্তু আইনের সব দিক খতিয়ে খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে৷ মঙ্গলবার সকালে সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সিবিআই অফিসারদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে চিকিৎসক প্যানেলের৷ এইমস-এর চিকিৎসকরা তাঁদের পর্যবেক্ষণের কথা সিবিআইকে জানিয়েছেন৷ এইমস-এর চিকিৎসক প্যানেলের অনুসন্ধানকে বিশেষজ্ঞের মতামত বলে গণ্য করা হবে৷  

 

সুশান্তের মৃত্যু পর মুম্বইয়ের ক্যুপার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, অভিনেতা আত্মহত্যা করেছেন। এর পরই একাধিক প্রশ্ন উঠে আসে৷ বলা হয়, যদি কেউ গলায় ফাঁস দেয় তবে তার ঘাড়ের ওপর দিকে সেই ফাঁসটি থাকবে। সুশান্তের ক্ষেত্রে তা নীচে ঝুলে গেল কী করে? সেক্ষেত্রে কী করে এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছে যাওয়া গেল? কোনও ‘ফাউল প্লে; হয়নি তো? 

 

এদিকে, কয়েক দিন আগে সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং অভিনেতার মৃত্যু তদন্তের গতিবিধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ সুশান্তের মৃত্যু তদন্ত সঠিক দিশায় চলছে না বলেও অভিযোগ তুলেছিলেন তিনি৷ আজ একটি বিবৃতিতে সিবিআই-এর তরফে বলা হয়, ‘‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করছে সিবিআই৷ সব দিক খুঁটিয়ে দেখা হচ্ছে৷ কোনও বিষয় বাদ রাখা হচ্ছে না৷’’ 

আরও পড়ুন- ড্রাগ চক্রে আর্থিক লেনদেন? দীপিকা-শ্রদ্ধা-সারার ব্যাংক অ্যাকাউন্টে নজর NCB-র

 

সুশান্তের মৃত্যু মামলায় মাদক যোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে৷ এই মামলায় পৃথক মেডিক্যাল বোর্ড গঠনের দাবি জানিয়েছেন রিয়ার আইনজীবী৷ অন্যদিকে, হোয়াটসঅ্যাপ চ্যাট ও রিয়ার বক্তব্যের ভিত্তিতে জেরা করে হয়েছে দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে৷ বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের মোবাইল ফোন ও ক্রেডিট কার্ড৷ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁরা মাদক কিনেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন সিবিআই অফিসাররা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =