সারাকে সাহায্য করতে নারাজ সইফ, সব দোষ চাপালেন অমৃতার ঘাড়ে!

মুম্বই: সুশান্ত সিং রাজপুত মামলা বর্তমানে ড্রাগ নেক্সাসের দিকে চলে গিয়েছে। দীপিকা পাড়ুকোন, রকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুর সহ বলিউডের অনেক নামী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই সব অভিনেত্রীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে ২৫ বছর বয়সী সারা আলি খানেরও। কিন্তু শোনা যাচ্ছে, সইফ আলি খান তাঁর মেয়েকে সাহায্য করতে অস্বীকার করেছেন এবং অমৃত সিংহের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিয়েছেন তিনি।

মুম্বই: সুশান্ত সিং রাজপুত মামলা বর্তমানে ড্রাগ নেক্সাসের দিকে চলে গিয়েছে। দীপিকা পাড়ুকোন, রকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুর সহ বলিউডের অনেক নামী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই সব অভিনেত্রীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে ২৫ বছর বয়সী সারা আলি খানেরও। কিন্তু শোনা যাচ্ছে, সইফ আলি খান তাঁর মেয়েকে সাহায্য করতে অস্বীকার করেছেন এবং অমৃত সিংহের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিয়েছেন তিনি।

সারা সম্প্রতি স্বীকার করেছেন ‘কেদারনাথ’ ছবির সময়ে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। এনসিবির কাছে তিনি থাইল্যান্ড ট্রিপের কথা ও সুশান্তের ফার্মহাউজে যাওয়ার কথাও স্বীকার করেছেন। সারা আলি খান এনসিবি কর্তাদের বলেন ব্যাংকক ভ্রমণের সময় তিনি সুশান্ত সিং রাজপুত এবং তার বন্ধুদের সঙ্গে ছিলেন। এনসিবি অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনায় অবশ্যই সাইফ আলি খান খুশি নন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশ অভিনেতা তাঁর মেয়েকে এই গোলযোগ থেকে বেরিয়ে আসতে সহায়তা করতে অস্বীকার করেছেন। সব গণ্ডগোলের জন্য সারা মা অমৃতা সিংয়ের সমালোচনা করেছেন।

আরও পড়ুন: পেশোয়ারে রাজ কাপুর-দিলীপ কুমারের পৈতৃক ভিটে কিনছে ইমরান খানের সরকার

অমৃতা তার মেয়ের পছন্দের উপর ভিত্তি করেই সমস্ত সিদ্ধান্ত নেন এবং স্পষ্টতই, এটি প্রত্যাশিত পথে যায়নি। তদুপরি, বলা হচ্ছে যে পুরো বিতর্ক থেকে বাঁচতে সইফ দিল্লি চলে এসেছেন। ‘লাল সিং চাড্ডা’ ছবির জন্য এখানে শুটিং করছেন করিনা কাপুর। এই সময়টা তিনি করিনা ও তৈমুরকে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে, শর্মিলা ঠাকুর সারা আলি খানকে সাহায্য করতে কোনও পথ ছাড়ছেন না বলে জানা গিয়েছে। শর্মিলা ২০০৪-১১ পর্যন্ত সেন্সর বোর্ডের চেয়ারপার্সন ছিলেন। তিনি সারার জন্য তাঁর যাবতীয় কনট্যাক্ট ব্যবহার করছেন বলে খবর।

শনিবার এনসিবি অফিসারদের সামনে সুশান্তের সঙ্গে সম্পর্কের কথা নিজের মুখে কবুল করে নেন সারা৷ এমনকি তিনি মাঝেমধ্যেই সুশান্তের ক্যাপ্রি হাইটস’ আবাসনে যেতেন বলেও জানান অভিনেত্রী৷ সুশান্তের সঙ্গে থাইল্যান্ড ট্রিপে যাওয়ার কথাও তিনি স্বীকার করে নেন৷ সারা আরাও জানান, একাধিকবার সুশান্তের লোনাভালা ফার্ম হাউজেও গিয়েছেন তিনি৷ তবে মাদক নেওয়ার কথা অস্বীকার করেন নবাব-কন্যা৷ সারা বলেন, তিনি মাঝে মধ্যে ধূমপান করলেও, কোনও দিন মাদক নেননি৷ মাদক নিতেন সুশান্ত৷ মাদক কারবারি করমজিৎ সিং ওরফে কেজে-র ব্যাপারেও এদিন প্রশ্ন করা হয় সারাকে। করমজিৎ দু’বার পার্সেল করে ড্রাগস পাঠিয়েছিল বলে অভিযোগ৷ কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন অভিনেত্রী। এমনটাও অভিযোগ ওঠে যে, সারা এবং রিয়া নাকি একই সঙ্গে বসে ড্রাগস নিতেন৷ এ বিষয়েও জানতে চাওয়া হয়েছিল৷ কিন্তু এদিনের জেরায় এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সারা আলি খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 18 =