পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, মানহানির মামলা দায়ের আরবাজ খানের

মুম্বই: সুশান্ত সিং রাজপুত এবং তাঁর ম্যানেজার দিশা সালিয়ান মৃত্যুর মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে আরবাজ খানের বিরুদ্ধে। নেটদুনিয়ায় এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আর তারপরই নেটিজেনদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আরবাজ খান।
 

3c32d6c00dddfae75653554530f7ce00

 

মুম্বই: সুশান্ত সিং রাজপুত এবং তাঁর ম্যানেজার দিশা সালিয়ান মৃত্যুর মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে আরবাজ খানের বিরুদ্ধে। নেটদুনিয়ায় এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আর তারপরই নেটিজেনদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আরবাজ খান।

আরবাজ খান বম্বে সিভিল কোর্টে মানহানির মামলা করেছেন। গতকাল, ২৮ সেপ্টেম্বর আদালত বিভোর আনন্দ ও সাক্ষী ভান্ডারী এবং অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি অন্তর্বর্তীকালীন আদেশ মঞ্জুর করে। বম্বের দেওয়ানি আদালতের বিচারক জানান, কোনও প্রমাণ ছাড়া সালমান খান, আরবাজ খানেদের বিরুদ্ধে কোনও মিথ্যা বা ভুয়ো খবর রটানো যাবে না। এ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় বর্ণিত সমস্ত কিছু প্রত্যাহার বা নতুন করে তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে পোস্ট, বার্তা, টুইটগুলি, ভিডিও, সাক্ষাৎকার এবং টুইটার, ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য মাধ্যমে যা আরবাজ খান বা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বলে হয়েছে এমন সমস্ত তথ্য।

আরও পড়ুন: সারাকে সাহায্য করতে নারাজ সইফ, সব দোষ চাপালেন অমৃতার ঘাড়ে!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় ড্রাগ অ্যাঙ্গেল অনুসন্ধান করছে এনসিবি। ইতিমধ্যেই কেন্দ্রীয় এই সংস্থা রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিক সহ এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে। রিয়া মাদক সংগ্রহের অভিযোগে ৮ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছিলেন। রিয়া এবং শৌভিক দুজনেই বর্তমানে বিচারিক হেফাজতে রয়েছে। বম্বের একটি বিশেষ আদালত রিয়া এবং শৌভিকের বিচারিক হেফাজত ৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যেই অভিযোগ উঠতে শুরু করে এই মামলায় নাকি আরবাজকে সিবিআই গ্রেফতার করেছে। তাঁকে আনঅফিশিয়ালি হেফাজতে নেওয়া হয়েছে। কিছুদিন আগে এমনই এক গুজব রটেছিল সালমানের বিরুদ্ধেও। সুশান্তের মৃত্যু মামলায় মুম্বইয়ের ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা KWAN-এর নাম জড়ায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় রটতে শুরু করে সালমান খান KWAN সংস্থার অন্যতম পার্টনার। পরপর ভুয়ো খবর রটায় এবার তাই আদালতের দ্বারস্থ হন আরবাজ।

আরও পড়ুন: ‘তিনি বেঁচে থাকলে দেশভাগ মেনে নিতেন?’ ভগৎ সিংকে নিয়ে জাভেদের টুইটের পালটা দিলেন কঙ্গনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *