OMG! ১০০ দিনের কাজের প্রকাল্পে নাম লেখালেন দীপিকা-দিয়া? ভাইরাল ছবি!

OMG! ১০০ দিনের কাজের প্রকাল্পে নাম লেখালেন দীপিকা-দিয়া? ভাইরাল ছবি!

ভোপাল: ভোটার কার্ডে নাম-ঠিকানা ভুলের ঘটনা আকছাড়৷ এবার বদলে গেল ছবি৷ তবে ভোটার কার্ড নয়, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্টের (মনরেগা) জব কার্ডে৷ এই জব কার্ডে উঠল বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও দিয়া মির্জার ছবি৷ এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল মধ্যপ্রদেশের খারগোন জেলার৷ 

আরও পড়ুন- সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, কঙ্গোনা ও তাঁর দিদির বিরুদ্ধে FIR এর নির্দেশ আদালতের

জব কার্ডের নাম এবং ঠিকানায় কোনও ভুল নেই৷ কিন্তু বদলে গিয়েছে ছবি৷ কার্ড হোল্ডারের জায়গায় রয়েছে এই দুই অভিনেত্রীর মিুখ৷ এই ত্রুটি ধরা পড়ার পরই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে প্রায় এক ডজন জব কার্ডে রয়েছে এই দুই অভিনেত্রীর ছবি৷ শুধু মহিলা নয়৷ বেশ কিছু পুরুষ উপভোক্তাদের কার্ডেও দেখা গিয়েছে দীপিকা আর দিয়ার ছবি৷ গোটা ঘটনাটি সামনে এনেছেন আরটিআই কর্মী সন্দীপ মদাহার৷ তাঁর দাবি, এটি কোনও টাইপিং-এর ভুল নয়, লক্ষ লক্ষ মানুষের প্রাপ্য ছিনিয়ে নেওয়ার জন্য একটি সুপরিকল্পিত দুর্নীতি৷ তিনি এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন৷  সন্দীপ বলেন, প্রতি পাঁচ বছর অন্তর যখন মনরেগা কার্ড পুনর্নবীকরণ করা হয় তখন ক্রমিক নম্বরটি একই থাকে। কিন্তু  গ্রামে যাওয়ার পর তিনি জানতে পারেন অনেকেই এই নিয়মটি জানেন না৷ তাঁর দাবি, অনেকেরই পুরানো কার্ডের সঙ্গে নতুন কার্ডের ক্রমিক নম্বর মেলেনি৷ 

আরও পড়ুন- “IAF-এ লিঙ্গ বৈষম্যের শিকার হইনি”, ছবি নিয়ে হাই কোর্টে হলফনামায় জানালেন গুঞ্জন সাক্সেনা

ভাইরাল ছবি

মনু শিবশঙ্কর নামে এক ব্যক্তি জানিয়েছেন যে, তিনি মনরেগা-র অধীনে কোনও কাজে করেননি৷  তবে তাঁর নামের জব কার্ডে দীপিকা পাড়ুকোনের ছবি রয়েছে। তিনি বলেন, ‘‘আমার কাছে জব কার্ডটিও নেই।” অপর এক ব্যক্তি জানান, তিনিও গ্রামে কোনও কাজ খুঁজে পাননি৷ কিন্তু তাঁর জব কার্ডে রয়েছে দিয়া মির্জার ছবি৷ 

এই ঘটনা সম্পর্কে খরগোন জেলা পঞ্চায়েতের সিইও গৌরব বেনল জানিয়েছেন, ছবি সংক্রান্ত ত্রুটি নিয়ে তাঁর কাছে অভিযোগ জমা পড়েছে। এর ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 17 =