ভোপাল: ভোটার কার্ডে নাম-ঠিকানা ভুলের ঘটনা আকছাড়৷ এবার বদলে গেল ছবি৷ তবে ভোটার কার্ড নয়, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্টের (মনরেগা) জব কার্ডে৷ এই জব কার্ডে উঠল বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও দিয়া মির্জার ছবি৷ এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল মধ্যপ্রদেশের খারগোন জেলার৷
আরও পড়ুন- সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, কঙ্গোনা ও তাঁর দিদির বিরুদ্ধে FIR এর নির্দেশ আদালতের
জব কার্ডের নাম এবং ঠিকানায় কোনও ভুল নেই৷ কিন্তু বদলে গিয়েছে ছবি৷ কার্ড হোল্ডারের জায়গায় রয়েছে এই দুই অভিনেত্রীর মিুখ৷ এই ত্রুটি ধরা পড়ার পরই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে প্রায় এক ডজন জব কার্ডে রয়েছে এই দুই অভিনেত্রীর ছবি৷ শুধু মহিলা নয়৷ বেশ কিছু পুরুষ উপভোক্তাদের কার্ডেও দেখা গিয়েছে দীপিকা আর দিয়ার ছবি৷ গোটা ঘটনাটি সামনে এনেছেন আরটিআই কর্মী সন্দীপ মদাহার৷ তাঁর দাবি, এটি কোনও টাইপিং-এর ভুল নয়, লক্ষ লক্ষ মানুষের প্রাপ্য ছিনিয়ে নেওয়ার জন্য একটি সুপরিকল্পিত দুর্নীতি৷ তিনি এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন৷ সন্দীপ বলেন, প্রতি পাঁচ বছর অন্তর যখন মনরেগা কার্ড পুনর্নবীকরণ করা হয় তখন ক্রমিক নম্বরটি একই থাকে। কিন্তু গ্রামে যাওয়ার পর তিনি জানতে পারেন অনেকেই এই নিয়মটি জানেন না৷ তাঁর দাবি, অনেকেরই পুরানো কার্ডের সঙ্গে নতুন কার্ডের ক্রমিক নম্বর মেলেনি৷
আরও পড়ুন- “IAF-এ লিঙ্গ বৈষম্যের শিকার হইনি”, ছবি নিয়ে হাই কোর্টে হলফনামায় জানালেন গুঞ্জন সাক্সেনা
মনু শিবশঙ্কর নামে এক ব্যক্তি জানিয়েছেন যে, তিনি মনরেগা-র অধীনে কোনও কাজে করেননি৷ তবে তাঁর নামের জব কার্ডে দীপিকা পাড়ুকোনের ছবি রয়েছে। তিনি বলেন, ‘‘আমার কাছে জব কার্ডটিও নেই।” অপর এক ব্যক্তি জানান, তিনিও গ্রামে কোনও কাজ খুঁজে পাননি৷ কিন্তু তাঁর জব কার্ডে রয়েছে দিয়া মির্জার ছবি৷
এই ঘটনা সম্পর্কে খরগোন জেলা পঞ্চায়েতের সিইও গৌরব বেনল জানিয়েছেন, ছবি সংক্রান্ত ত্রুটি নিয়ে তাঁর কাছে অভিযোগ জমা পড়েছে। এর ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।