সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, কঙ্গোনা ও তাঁর দিদির বিরুদ্ধে FIR এর নির্দেশ আদালতের

সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, কঙ্গোনা ও তাঁর দিদির বিরুদ্ধে FIR এর নির্দেশ আদালতের

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ৷ বান্দ্রা মেট্রোপলিটন আদালতের নির্দেশে এই এফআইআর দায়ের করা হয়েছে৷ বলিউডের কাস্টিং ডিরেক্টর এবং ফিটনেস ট্রেনার মুনাওয়ার আলি সায়েদের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই নির্দেশ৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত৷ 

আরও পড়ুন- “IAF-এ লিঙ্গ বৈষম্যের শিকার হইনি”, ছবি নিয়ে হাই কোর্টে হলফনামায় জানালেন গুঞ্জন সাক্সেনা

আদালতের নির্দেশে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ, ২৯৫-এ এবং ১২৪-এ ধারায় কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ৷ এদিন সায়েদের আইনজীবী আদালতকে জানান, ‘‘গত দুই মাস ধরে একের পর এক টুইট করে এবং টেলিভিশনের সামনে নেপোটিজম, ফেভারিটিজম, মাদক যোগের প্রসঙ্গ  তুলে বলিউডকে অপমান করে চলেছেন কঙ্গনা৷ এখানেই শেষ নয়৷ তিনি খুবই আপত্তিজনক টুইট করেছেন৷ যা কেবল ধর্মীয় অনুভূতিতেই আঘাত করে না৷ তা যথেষ্ট উস্কানিমূলক৷’’ কেন কঙ্গনা এবং তাঁর দিদি ক্রমাগত এহেন মন্তব্য করে চলেছেন তা খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে বলে মনে করেন মুনাওয়ার। সাম্প্রদায়িক বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন কঙ্গনা ও রঙ্গোলি, এই অভিযোগ এনেই আদালতে মামলা দায়ের করেছিলেন মুনাওয়ার আলি সায়েদ৷ 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিদ্রোহী ভূমিকায় কঙ্গোনা৷ বলিউডের মাদক যোগ থেকে মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে বিতর্কের ঝড় তুলেছেন তিনি৷ শিবসেনার সঙ্গে শুরু হয়েছে তাঁর বিবাদ৷ বিশেষত পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে মুম্বইয়ের তুলনা করে কঙ্গনার করা টুইটের উপর জোড় দিয়েছেন মুনায়ার আলি সায়েদ৷ কঙ্গোনার দিদি রঙ্গোলিও টুইটারে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলেন তিনি৷  

আরও পড়ুন- লাটে ব্যবসা! ভারতে HBO ও WB চ্যালেন বন্ধের সিদ্ধান্ত ওয়ার্নার মিডিয়ার

কয়েক দিন আগে কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সন্ত্রাসবাদের তুলনা করেছিলেন কঙ্গনা। এর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কঙ্গনা রানাওয়াতের কুশপুতুল নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন পঞ্জাবের বহু কৃষক। কৃষকদের সম্পর্কে আপত্তিকর ট্যুইটের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল আদালত।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *