কেবিসির সেটে স্ত্রীকে নিয়ে মশকরা প্রতিযোগীর, হালকা বকুনি বিগ-বি’র

কেবিসির সেটে স্ত্রীকে নিয়ে মশকরা প্রতিযোগীর, হালকা বকুনি বিগ-বি’র

f37bb8bd3bafcab649c2afc16163fbf9

মুম্বই: ভারতীয় টেলিভিশনের পর্দায় কৌন বনেগা ক্রোড়পতির যাত্রা পথ বেশ দীর্ঘ৷ অমিতাভ বচ্চনের উপস্থাপনায় ইতিহাস সৃষ্টি করেছে এই রিয়্যালিটি শো৷ রুপোলি পর্দা ছেড়ে বিগ বি ঢুকে পড়েছেন আমাদের ড্রয়িং রুমে৷ ২০০০ সাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের জনপ্রিয়তায় এক ফোটাও মরচে পড়েনি৷ 

আরও পড়ুন- করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য, পরিবারের সদস্যদের রিপোর্টও পজিটিভ

এখন চলছে কৌন বনেগা ক্রোড়পতির সিজন ১২৷ এই সিজনে অংশ নিয়েছিলেন মধ্যপ্রদেশের কোশলেন্দ্র সিং তোমর নামে এক প্রতিযোগী৷ হট সিটে বসা তোমরকে  বিগ বি প্রশ্ন করেছিলেন, এই রিয়্যালিটি শো থেকে যে পুরস্কার তিনি পাবেন, সেই অর্থ দিয়ে কী করবেন? এই প্রশ্নটি শোয়ের একটি অত্যন্ত সাধারণ প্রশ্ন। প্রায় সকল প্রতিযোগীকেই এই প্রশ্ন করে থাকেন বিগ বি৷ অনেকেই তাঁদের ইচ্ছা বা স্বপ্নের কথা শোনান৷ কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে সকলকে রীতিমতো চমকে দেন কোশলেন্দ্র সিং তোমর৷ তিনি বলেন, পুরস্কারের টাকা দিয়ে নিজের স্ত্রীর মুখ প্লাস্টিক সার্জারি করতে চান তিনি! কিন্তু কেন? এর জবাবও তিনি দেন রসিকতার ছলে৷ তোমর বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে এক মুখ দেখতে আর ভালো লাগছে না তাঁর৷ বোর হয়ে গিয়েছেন৷ তাই প্লাস্টিক সার্জারি করে স্ত্রীর মুখ বদলে দিতে চান। তোমরের এই ঠাট্টা শুনে হেসে ফেলন অমিতাভ বচ্চনও৷ তবে কেবিসি’র মঞ্চ থেকে যাতে কোনও ভুল বার্তা না যায় সেই জন্য নীতীশিক্ষকের ভূমিকাই পালন করেন বিগ বি৷ 

লক্ষ লক্ষ মানুষ ঘরে বসে এই রিয়্যালিটি শো দেখেন৷ ফলে এই শো থেকে কোনও বিতর্কিত বার্তা কারও কাছে পোঁছক তা চাননি তিনি৷ তোমর নিছক মজা করলেও, তাঁর উত্তর শোনার বিগ বি বলেন, অনেকেই নানা কারণে প্লাস্টিক সার্জারি করান৷ কিন্তু কিছু দিন পরে আবার সব আগের মতোই হয়ে যায়। ক্যামেরায় তোমরের স্ত্রীর সঙ্গে তিনি কথাও বলেন৷ এটা যে নিছকই ঠাট্টা ছিল, সেই আশ্বাসও দেন। পাশাপাশি তোমরকে হালকা বকুনি দিয়ে শাহেনশা বলেন, এই রকম ঠাট্টা যেন আর না হয়৷ 

আরও পড়ুন- সম্পূর্ণ ভেন্টিলেশনে সৌমিত্র, পরিস্থিতি আরও সংকটজনক

এদিন কৌন বনেগা ক্রোড়পতির সেট থেকে ৪০ হাজার টাকা জেতেন তোমর৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল গ্রীষ্মকালীন অলিম্পিকে রুপো জয়ী একমাত্র ভারতীয় মহিলা কে? অপশন ছিল পিভি সিন্ধু, মেরি কম, কর্নম মালেশ্বরী এবং সাক্ষী মালিক৷ যার সঠিক উত্তর পিভি সিন্ধু৷ এই প্রশ্নের জবাব দিতে তিনটি হেল্প লাইন ব্যবহার করেন তিনি৷ কিন্তু এর পরের প্রশ্নে ফের হোঁচট খান৷ যার ফলে গেম কুইট করতে হয় তোমরকে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *