সম্পূর্ণ ভেন্টিলেশনে সৌমিত্র, পরিস্থিতি আরও সংকটজনক

কলকাতা: ক্রমশ জটিল হচ্ছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। তাঁর একাধিক অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে না। তাঁর শারীরিক অবস্থাকে চিকিৎসকরা বলছেন ‘হিমোডায়ানামিক্যালি স্টেবল’।

কলকাতা: ক্রমশ জটিল হচ্ছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। তাঁর একাধিক অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে না। তাঁর শারীরিক অবস্থাকে চিকিৎসকরা বলছেন ‘হিমোডায়ানামিক্যালি স্টেবল’।

করোনা মুক্ত হওয়ার পরও অসুস্থতা কাটছে না সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কোভিড এনসেফেলোপ্যাথি হওয়ায় মস্তিষ্ক স্বাভাবিক কাজ করা বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি কিডনির সমস্যাও শুরু হয়েছে তাঁর। অভিনেতার রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি চলছে। দুটি কিডনি যদি কাজ করতে না পারে তবেই এই থেরাপির সাহায্য নেন চিকিৎসকরা। এতেও যদি কাজ না হয় তবে কিডনি প্রতিস্থাপন করতে হবে বলে খবর। সবচেয়ে উদ্বেগের বিষয় হল আচ্ছন্ন ভাব একেবারেই কাটছে না অভিনেতার। ক্রমাগত ইউরিয়া এবং ক্রিয়েটিনিন বেড়ে চলেছে। আর এটাই চিকিৎসকদের উদ্বেগের কারণ। ভেন্টিলেশনেও অভিনেতার অক্সিজেন স্যাচুরেশন ৯৫ শতাংশ। ব্যাকটেরিয়াল সংক্রমণও রয়েছে। অভিনেতার মস্তিষ্কের স্নায়ুর অবস্থাও ভাল নয়। তাঁর গ্লাসগো কোমা স্কেলে সূচক ৯-এর কাছাকাছি রয়েছে। ফলে বাড়ছে চিন্তা। 

জানা গিয়েছে সৌমিত্রর শরীরে সমস্যা বাড়ার পিছনে দায়ী কোভিড এনসেফ্যালোপ্যাথি। এর পর থেকেই অভিনেতার শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। কমতে থাকে চেতনা। তাঁর এক্স রে রিপোর্টে নতুন প্যাচ দেখা গিয়েছে। রক্তে হিমোগ্লোবিন এবং অনুচক্রিকার পরিমাণ কমেছে। ফলে ব্লাড ট্রান্সফিউশন শুরু হয়েছে। শরীরে সোডিয়াম, পটাশিয়ামের ব্যালেন্সও ঠিক নেই তাঁর। তবে তাঁর স্নায়বিত পরিস্থিতিই ভাবাচ্ছে চিকিৎসকদের। তার উপর বয়স এবং কো-মর্বিডিটি অভিনেতার চিকিৎসার পথ জটিল করেছে। সব মিলিয়ে ফেলুদার শারীরিক অবস্থা এখনও বেশ সংকটজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =