দিশা পাটানির সঙ্গে জুটি বাঁধার পর ব়্যাপ অবতার, ‘বিগ বস’ বদলে দিল আসীম রিয়াজের জীবন

দিশা পাটানির সঙ্গে জুটি বাঁধার পর ব়্যাপ অবতার, ‘বিগ বস’ বদলে দিল আসীম রিয়াজের জীবন

মুম্বই:  রিয়্যালিটি শো ‘বিগ বস’ মোড় বদলে দিয়েছে তাঁর জীবনে৷ বিগ বস-১৩’র প্রথম রানার আপ তিনি৷ বিগ বসের ঘর থেকে বেরনোর পরই বলিউড অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে একটি বাণিজ্যিক ছবি ঝুলিতে ভরে নেন আসীম রিয়াজ৷ এবার তাঁর ব়্যাপিংয়ের স্বপ্ন পূরণের পালা৷ 

আরও পড়ুন- সবজির দাম শুনেই মাথায় হাত রাখীর! ব্যাগ ফেলে রেখেই গাড়িতে উঠলেন ড্রামা কুইন

দিশা এবং আসীম দু’জনেই ফিটনেস নিয়ে কনসাস৷ শরীর চর্চার পাশাপাশি তাঁদের দু’জনকেই দেখা যাবে সলমান খান অভিনীত ‘রাধে’ ছবিতে৷ এর পাশাপাশি মাঝেমধ্যেই ব়্যাপিংয়ের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছে আসীম৷ আসীম তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আসন্ন ট্র্যাক “ব্যাক টু স্টার্ট” গানটি প্রকাশের তারিখটি শেয়ার করে নেওয়ার পাশাপাশি জানিয়েছেন গানটি ইদ অর্থাৎ ১৩ মে প্রকাশিত হবে। এটি এমন একটি ব়্যাপার গান যেখানে অসীমকে তার কণ্ঠে ভিডিওতে ব়্যাপ করতে দেখা যায়। তাছাড়াও আসন্ন গানের কথাও জানিয়েছেন৷ যেখানে রয়েছে “কিং কং” এবং “বিল্ট ইন বেইন”৷ প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে আন্তর্জতিক ব়্যপার ডিজে স্নেকের সঙ্গে দেখা হয় তাঁর৷ 

আরও পড়ুন- করোনার কবলে সোনু সুদ, উদ্বিগ্ন ভক্তরা

ইতিমধ্যেই আসীম মুম্বইয়ে সমুদ্র সৈতকের ধারে একটি ফ্ল্যাট কিনেছেন৷ যা তাঁর ভক্তদের আপ্লুত করেছে৷ তাঁর ফ্ল্যাটের ছবি শেয়ার করেছেন ভক্তরাই৷ পাশাপাশি আসীম দিল্লি থেকে একটি বিএমডব্লিউ গাড়িও কিনে ফেলেছেন৷ সেই ছবি দিয়ে বলেছেন ‘ড্রিম কার’৷ আসীম যে গানের ভিডিয়োগুলি করেছেন, সেগুলি সবকটাই হিট৷ তবে তাঁর লেডিলাভ হিমংশী খুরানার সঙ্গে করা ভিডিয়োগুলি সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর গুণগ্রাহীদের৷  শুধু তাই নয়, বিগ বস থেকে বেরনোর পর জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে একটি হোলির গানেও জুটি বাঁঝেন আসীম৷ জোড় গুঞ্জন বিগ বস হোস্ট তথা বলিউড সুপার স্টাপ সলমান খানের ‘কাভি ইদ, কাভি দিওয়ালি’ ছবিতেও দেখা যাবে আসীমকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 3 =