মিলল না রেহাই, পর্ন-কাণ্ডে রাজ কুন্দ্রাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

মিলল না রেহাই, পর্ন-কাণ্ডে রাজ কুন্দ্রাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

cf54dfbe5cb66a005cfe1a53094f5c86

মুম্বই:  পর্নকাণ্ডে এখনই রেহাই মিলছে না শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার৷ ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল তাঁকে৷ মঙ্গলবারই পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয় তাঁর৷ নিজেদের হেফাজতে চেয়ে ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানিয়েছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা৷ তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত৷ তাই আপাতত জেলেই থাকতে হবে রাজ কুন্দ্রাকে৷ 

আরও পড়ুন- গাউন পরে সুইমিং পুলে ফটোশুট করে ফের চর্চায় মধুমিতা

যদিও রাজ কুন্দ্রার গ্রেফতারি অবৈধ ও বেআইনি বলে দাবি জানিয়েছিলেন তাঁর আইনজীবী৷ সেই মামলার শুনানি শুরু হবে আড়াইটের পর৷ রাজের আইনজীবীর দাবি,  ‘হটশটস’ অ্যাপের মাধ্যমে যে ভিডিয়ো ব্রিটেনে ছডিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেগুলি পর্নোগ্রাফি নয়৷ কারণ তাতে যৌন মিলন দেখানো হয়নি৷ সেগুলি ভালগার বা অশ্লীল বলা যেতে পারে৷ তিনি আরও বলেন, ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর নোটিশে সাক্ষর করানো হয়েছিল রাজকে৷ যার অর্থ তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে৷ এর পর কী ভাবে তাঁকে গ্রেফতার করা হল?   

অন্যদিকে এই মামলায় মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়ার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট৷ আদালতের নির্দেশে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না৷ এদিকে, হাইকোর্টে রাজের জামিনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী৷ মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ 

আরও পড়ুন- ব্রা নিয়ে ট্যাবু ভাঙার খেলায় মত্ত শ্রীলেখা, কালো স্ট্রাপ বার করেই বানালেন ভিডিয়ো

গত ১৯ জুন পর্নগ্রাফি-কাণ্ডে গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে৷ প্রথমে ২৩ জুলাই পর্যন্ত তাঁর হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ পরে তা বাড়িয়ে ২৭ জুলাই করা হয়৷ এদিন আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *