ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, শ্রাবন্তীর জীবনের কিছু চর্চিত অধ্যায়

ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, শ্রাবন্তীর জীবনের কিছু চর্চিত অধ্যায়

কলকাতা: ব্যক্তিগত জীবন থেকে রাজনীতির সফর, বরাবরই চর্চায় থেকেছেন তিনি৷ তাঁর জীবনে যেমন একাধিক সম্পর্ক এসেছে৷ তেমনই বিতর্কও পিছু ধাওয়া করে বেড়িয়েছে তাঁর৷ বিধানসভা ভোটের আগে পদ্ম হাতে গেরুয়া হন টলিউডের মিষ্টি নায়িকা শাবন্তী চট্টোপাধ্যায়৷ কিন্তু ভোটে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন তিনি৷ এর পর থেকে তাঁর রাজনৈতিক অবস্থান ছিল নিষ্প্রভ৷ আজ সকালে টুইট করে বিজেপি ছাড়েন শ্রাবন্তী৷ 

আরও পড়ুন- আবেদনে সাড়া, সুশান্ত মামলায় রিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিফ্রিজ করল আদালত

মদন

বিজেপি’তে যোগ দিয়েই বিতর্কে জড়িয়েছিলেন শ্রাবন্তী৷ বিজেপি প্রার্থী হয়ে হোলির দিন তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে নৌকাবিহারে গিয়ে সমালোচিত হয়েছিলেন অভিনেত্রী৷ তবে তিনি একা নন, রঙিন মদনের সঙ্গে রংয়ের উৎসবে মেতেছিলেন বিজেপি প্রার্থী পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তীও৷ বিধানসভা ভোটে তাঁরা তিনজনেই পরাজিত হন৷ এর পরেই তাঁদের নগরের নটী বলে খোঁচা দেন তথাগত৷ 

শ্রাবন্তী

রাজনীতির বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বারবার শিরোনামে উঠে এসেছেন শ্রাবন্তী৷ কখনও তাঁর বিবাহ-বিচ্ছেদ নিয়ে তো কখনও নতুন সম্পর্ক নিয়ে৷ টলিউডে একাধিক হিট ছবি রয়েছে তাঁর৷ তবে যত না চর্চা হয়েছে তাঁর রিল লাইফ নিয়ে, তার চেয়ে তিনি অনেক বেশি চর্চায় থেকেছেন রিয়েল লাইফের জন্যে৷ কানাঘুষো তৃতীয় স্বামী রোশনের সঙ্গে সম্পর্ক ভাঙতেই ফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন লক্ষ লক্ষ পুরুষ হৃদয়ের এই রাজরানী৷  তিনি নাকি প্রেম করছেন তাঁরউ আবাসনের বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে৷ 

krishna

২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের ছবি দিয়ে টলিউডে অভিষেক হয়েছিল শ্রাবন্তীর৷ খুব ছোট বয়সে সেই রাজীবের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েন তিনি৷ তাঁদের একমাত্র সন্তান ঝিনুক৷ ২০১৬ সালে রাজীবের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়৷ ওই বছরই শ্রাবন্তীর জীবনে আসেন মডেল কৃষ্ণ ব্রজ৷ তাঁর সঙ্গেও বেশি দিন সম্পর্ক টেকেনি৷ ছ’মাসের মধ্যেই বিয়ে ভেঙে যায়৷ তার পর ২০১৯ সালের এপ্রিল মাসে তৃতীয় বারের জন্য ছাদনাতলায় যান শ্রাবন্তী৷ পাত্র চণ্ডীগড়ের ছেলে রোশন সিং৷ প্রথমে বেশ জমিয়েই সংসার করছিলেন শ্রাবন্তী৷ কিন্তু গত বছর পুজোর সময় থেকেই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে৷ সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করার পর থেকেই বাড়তে থাকে গুঞ্জন৷ অবশেষে ইতি পড়ে সম্পর্কে৷ পরে অবশ্য শ্রাবন্তীকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন রোশন৷ তবে শ্রাবন্তীর মন গলেনি৷ িনি মজেছেন অভিরূপে৷ 

শ্রাবন্তী রোশন

তবে বারবার সম্পর্কের এই উত্থানপতনে কম কটাক্ষ শুনতে হয়নি শ্রাবন্তীকে৷ সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়৷ যদিও কোনও কিছুকেই কোনওদিন পরোয়া করেননি তিনি৷ এবারও সকলকে চমকে হঠাৎ করে গেরুয়া শিবির ছাড়লেন অভিনেত্রী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + six =