হাসপাতালে ভর্তি অমল পালেকর, কেমন আছেন হিন্দি সিনেমার ‘কমন ম্যান’?

হাসপাতালে ভর্তি অমল পালেকর, কেমন আছেন হিন্দি সিনেমার ‘কমন ম্যান’?

মুম্বই:  অসুস্থ অমল পালেকর৷ ভর্তি রয়েছেন মুম্বইয়ের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে৷  সাতের দশকের রোম্যান্টিক হিরো অমল পালেকর বারবারে হয়ে উঠেছে মধ্যবিত্ত শ্রেণির নিপাট ভদ্রলোকের মুখ৷ বলিউডে একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি৷ গোলমাল, ছোটি সি বাত, রজনীগন্ধা, চিতচোরের মতো ছবি তাঁকে স্মরনীয় করে রেখেছে৷ দিন কয়েক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা৷ তার পর সুস্থ হয়ে উঠলেও কয়েক দিনের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েন৷ শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়৷ 

আরও পড়ুন- অস্কারে চমক! মনোনীত বাঙালি পরিচালকের তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’

কেমন আছেন অমল পালেকর? অভিনেতার স্ত্রী সন্ধ্যা গোখলে জানিয়েছেন, ‘‘অমল পালেকরকে নিয়ে চিন্তার কিছু নেই৷ তিনি আগের চেয়ে ভালো আছেন৷ ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে৷’’ তিনি আরও জানিয়েছেন, মাত্রাতিরিক্ত ধূমপানের জন্য এর আগেও হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেতাকে৷

২০১০ সালে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল সত্তরের দশকের নায়ক অমল পালেকরকে৷ ছবির নাম ছিল ‘অ্যান্ড ওয়ানস এগেইন’ (And Once Again)। ওই ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রজত কাপুর ও অন্তরা মালি। সম্প্রতি বড় পর্দায় কাম ব্যাক করেন অমল পালেকর৷ ১২ বছর পর তিনি অভিনয় করেন ২০০-হাল্লা-হো ছবিতে৷ একটি দলিত মহিলার গল্প নিয়ে তৈরি এই ছবি৷ যেখানে প্রকাশ্য কোর্টে ধর্ষককে আক্রমণ করেন তিনি। ছবিটির পরিচালক স্বার্থক দাশগুপ্ত। স্পর্শকাতর বিষয় নিয়ে তৈরি হয়েছে এই ছবি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twelve =