করোনাকালে মানুষের পাশে থাকার স্বীকৃতি, দেবকে প্রশংসাপত্র লোকসভা স্পিকারের

করোনাকালে মানুষের পাশে থাকার স্বীকৃতি, দেবকে প্রশংসাপত্র লোকসভা স্পিকারের

কলকাতা: গরু পাচার মামলায় মঙ্গলবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেবেন অভিনেতা সাংসদ দেব৷ তার ঠিক আগেই করোনাকালে ভালো কাজের স্বীকৃতি পেলেন তিনি৷ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছ থেকে প্রশংসাপত্র পেলেন অভিনেতা সাংসদ৷ 

আরও পড়ুন- উধাও গাড়ি, চাকরির নামে প্রতারণা! তারকা বিধায়ক সোহমের অভিযোগে গ্রেফতার আপ্ত সহায়ক

গত দুই বছর ধরে কোভিড পরিস্থিতিতে নাজেহাল মানুষ৷ কেউ কাজ হারিয়ে বেকার৷ কেউ আবার স্বজন হারিয়ে অসহায়৷ এই কঠিন পরিস্থিতিতে আমআদমির ত্রাতা হয়ে উঠেছিলেন ঘাটালের সাংসদ৷ শুরুটা করেছিলেন ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়ে। নিজে বিমান ভাড়া করে বহু পরিযায়ীকে ঘরে ফিরিয়েছিলেন তারকা সাংসদ। শুধু তাই নয়,  ঘাটালে নিজের অফিসকে কোভিড কেয়ার সেন্টারে রূপান্তরিত করে করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন৷ রাস্তায় পড়ে থাকা বৃদ্ধার অস্ত্রোপচার করিয়েছিলেন।

এখানেই শেষ নয়৷ আইসোলেশনে থাকা করোনা রোগীদের কাছে খাবার পৌঁছে দেওয়া,  একাধিক ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে সমাজের কাজে নিজেকে সঁপে দিয়েছিলেন দেব। চরম মুহূর্তে ঘাটাল হাসাপাতালের বাইরে উপস্থিত রোগীদের পরিজনদের খাবারের বন্দোবস্তও করে দিয়েছিলেন দেব। যখনই কোনও মানুষের সমস্যার কথা তাঁর কানে পৌঁছেছে, তিনি ঝাঁপিয়ে পড়েছেন। তার সেই কাজেরই এই প্রশংসাপত্র পেলেন তৃণমূল সাংসদ। 

 

এদিকে প্রশংসাপত্র পাওয়ার পর স্পিকারকে ধন্যবাদ জানিয়ে দেব লেখেন, “শুধুমাত্র একজন সাংসদ হিসেবেই মানুষের পাশে দাঁড়াইনি। মানবিকতার খাতিরে এগিয়ে গিয়েছিলাম। যেমন ভাবে প্রত্যেকে এগিয়ে আসে। এই প্রশংসাপত্রের জন্য আমার সহ-সাংসদদেরও ধন্যবাদ জানাই, যাঁরা কঠিন সময়ে অসহায় মানুষদের সাহায্যের জন্য আমার পাশে এসে দাঁড়িয়েছেন।” 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =