তিনি নাকি প্রভাসের হবু স্ত্রী! মাদকপার্টি থেকে আটক হয়ে ফের চর্চায় চিরঞ্জীবীর ভাইঝি

তিনি নাকি প্রভাসের হবু স্ত্রী! মাদকপার্টি থেকে আটক হয়ে ফের চর্চায় চিরঞ্জীবীর ভাইঝি

মুম্বই:  ফের বিতর্কের শিরোনামে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ভাইঝি নীহারিকা কোনিডেলা। সম্প্রতি হায়দরাবাদের একটি অভিজাত হোটেলের পাবে মাদকপার্টি থেকে আটক করা হয় ১৪৪ জনকে৷ উল্লেখ্য বিষয় হল, এই ১৪৪ জনের মধ্যে ছিলেন নীহারিকাও৷ যদিও তাঁর বাবা তথা সুপারস্টার নাগা বাবুর দাবি, তাঁর মেয়ে নির্দোষ। অযথাই তাঁর মেয়েকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন- ”হ্যাপি বার্থ ডে মা…”, মহানায়িকার জন্মদিনে আবেগঘন ছবি পোস্ট রাইমার

এর আগেও নীহারিকাকে নিয়ে কম শোরগোল হয়নি। বছরখানেক আগের কথা, দক্ষিণী ছবির আরও এক সুপারস্টার প্রভাসের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জনে হইচই পড়েছিল৷ সালটা ২০১৮৷ সেই সময় নীহারিকার কাকা চিরঞ্জীবী জানিয়েছিলেন, সবটাই গুজব৷ শেষমেশ তাঁর কথাই সত্যি হয়৷ প্রভাসের সঙ্গে অবশ্য গাঁটছড়া বাঁধেননি নীহারিকা। ২০২০ সালের ডিসেম্বরে গুন্টুরের আইজি জে প্রভাকর রাওয়ের ছেলে চৈতন্য জে ভি-কেই জীবনসঙ্গী করেন নীহারিকা। সেই বিয়ে নিয়েও সরগরম ছিল পেজ থ্রি-র পাতা৷ 

নীহারিকা

রাজস্থানের উদয়পুরে বসেছিল রাজকীয় বিয়ের আসর৷ নীহারিকা এবং চৈতন্যের বিয়েতে বসেছিল চাঁদের হাট৷ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁর তুতো ভাইরাও৷ তবে কোভিডকালে অতিথির সংখ্যায় কাটছাঁট করা হয়েছিল৷ বিয়েতে উপস্থিত হয়েছিলেন মোটে ১২০ জন অতিথি৷  তবে কোভিড বিধি মেনে উদয়পুরের উদয়বিলাস প্যালেসে তুতো বোন নীহারিকার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দক্ষিণী তারকা অল্লু অর্জুন, রাম চরণরা৷ মিডিয়ার ক্যামেরার তাক  ছিল নীহারিকার বিয়ের অনুষ্ঠানেই৷ 

niharika

নীহারিকার বাবা-কাকা থেকে তুতো ভাইয়েরা প্রায় সকলেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত। ২৮ বছরের নীহারিকাও যে সে পথেই পা বাড়াবেন, তা প্রায় নিশ্চিত ছিল। তেলুগু ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে শুরু হয় তাঁর সেলুলয়েডের সফর৷ ২০১৬ সালে ‘ওকা মানাসু’র পর এখনও পর্যন্ত মাত্র পাঁচটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তার মধ্যে একটি তামিল ছবি৷ 

তামিল এবং তেলুগু ছবিতে অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা সংস্থা রয়েছে নীহারিকার। ২০১৫ সালেই তার যাত্রা শুরু হয়। ইতিমধ্যেই টেলিভিশনের জন্য বেশ কিছু প্রযোজনা করেছে তাঁর সংস্থা ‘পিঙ্ক এলিফ্যান্ট পিকচার্স’। এ ছাড়া টিভিতে সঞ্চালনার কাজেও দেখা গিয়েছে নীহারিকাকে। 

niharika

তবে কেরিয়ারের চেয়ে নীহারিকার ‘কীর্তি’ নিয়েই চর্চা বেশি। সম্প্রতি হায়দরাবাদের অভিজাত এলাকা বানজারা হিলসের একটি পাবে রাত ৩টের সময় আচমকা হানা দিয়েছিল পুলিশ। সেখান থেকে কোকেন-সহ একাধিক নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়৷ আটক হন নীহারিকও৷