মুম্বই: কৈশোরের প্রেমকে ফেলে রেখে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে৷ তিনি আর কখনও ফিরবেন না৷ কিন্তু স্ত্রীর হাতে আঁকা ছবিতে আজও জীবন্ত তিনি৷
আরও পড়ুন- ছিলেন ব্যান্ডের লিড সিঙ্গার-ড্রামার, পেটের দায়ে সাধের টাইপরাইটার বিক্রি করেছিলে কেকে
মঞ্চে মাইক হাতে গাইছেন কেকে৷ তাঁর সুরের মাদকতায় ডুব দিয়েছেন শ্রোতারা৷ যেন কোনও নেশায় বুঁদ তাঁরা৷ কেকে-র গান তাঁর অনুরাগীদের কাছে ছিল ঠিক এমনই৷ কলকাতায় নজরুল মঞ্চে লাইভ শো’র পর কৃষ্ণকুমারের আকস্মিক মৃত্যুর পর তাঁর স্মৃতি আরও একবার জাগিয়ে দিল তাঁর স্ক্রী জ্যোতি কৃষ্ণর হাতে আঁকা ছবি৷
রং-তুলিতে ধরা পড়েছেন শিল্পী৷ মাইক হাতে গানের সুরে যেন ডুব দিয়েছেন ‘পল’-এর গায়ক। সালটা ২০২০৷ কেকে-র এমনই ছবি এঁকেছিলেন জ্যোতি। পুরনো সেই ছবিই নতুন করে ছড়িয়ে পড়ল ইনস্টাগ্রামে। ক্যানভাসের মধ্যেই প্রিয় গায়ককে নতুন করে খুঁজে পেলেন শোকে আকুল অনুরাগীরা৷ তাঁকে আরও একবার দেখলেন তাঁর সবচেয়ে কাছের মানুষটার চোখ দিয়ে৷
ইনস্টাগ্রামের ওই ছবির ক্যাপশনে জ্যোতি লিখেছিলেন, ‘বছর কয়েক আগে কেকে লেস্টারশায়ারের অনুষ্ঠান করেছিল৷ ওই অনুষ্ঠানের মুহূর্তটাই ধরে রেখেছিলাম। কেকে-র গানের এই উন্মাদনাকে আমি শুধু একরাশ রঙেই ছুঁতে পারি।’ জানা গিয়েছে, বন্ধু দম্পতি সিন্ধু ও কপিলের অনুরোধেই ছবিটি এঁকেছিলেন জ্যোতি। জ্যোতির হাতে আঁকা কেকে-র ওই ছবিটি নিজেদের বাড়ির দেওয়ালে সাজাতে চেয়েছিলেন তাঁরা। এই কথাটিও জ্যোতির পোস্ট থেকেই৷
কেকে এবং জ্যোতি লক্ষ্মী কৃষ্ণার স্বপ্নময় প্রেমের গল্প যেন কোনও সিনেমার চিত্রনাট্য। তাঁদের নিখুঁত সম্পর্ক এবং সুখী দাম্পত্যে অনেকেই অনুপ্রাণিত করে৷ অনেকেই বলেন, কেকে-র এই সাফল্যের পিছনে রয়েছে জ্যোতির অটুট প্রেম৷ জ্যোতি পেশায় একজন চিত্রশিল্পী৷ তাঁর নিজস্ব একটি ওয়াবসাইট রয়েছে৷ সেখানে উঁকি দিলেই দেখা যাবে তাঁর অদ্ভূত সব সৃষ্টি৷ রঙিন ক্যানভাসে ফুটে উঠেছে তাঁর কারিকুরি৷ ক্যানভাসে নিজের কল্পনাকে ফুটিয়ে তুলতে তিনি পারদর্শী৷ তার মধ্যে অনন্য হয়ে রইল এই কেকে-র মাইক হাতে সুরের জগতে হারিয়ে যাওয়ার সেই ছবি৷
মঙ্গলবার কলকাতায় গুরুদাস কলেজের ফেস্টে এসেছিলেন কেকে৷ সেখানে লাইভ করার পরেই অসুস্থ হয়ে পড়েন কেকে। হোটেল ফিরে জ্ঞান হারান৷ সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তারকা শিল্পীর। তাঁর এই অকাল প্রয়াণে শোকে পাথর কয়েক প্রজন্মের অনুরাগীরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>