লাল শাড়িতে উন্মুক্ত পিঠ! সাবেকি সাজে লাস্যময়ী পার্নো, লাল জামদানিতে সোহিনীতে হারাল মন

লাল শাড়িতে উন্মুক্ত পিঠ! সাবেকি সাজে লাস্যময়ী পার্নো, লাল জামদানিতে সোহিনীতে হারাল মন

40c12ecb53bb8889ebeaa2dd5dd9d4c2

কলকাতা:  বাংলার বিনোদন জগতে পার্নো মিত্র এখন হট সেনশেসন৷ তাঁর নামেই ঝড় ওঠে পুরুষ হৃদয়ে৷ পার্নোর রূপ লাবণ্যে মোহিত অগণিত ভক্ত৷ সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ধর্মযুদ্ধ। সেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন পার্নো। তবে পর্দার পার্নোর সঙ্গে বাস্তবের পার্নোর আকাশ পাতাল তফাৎ! 

আরও পড়ুন- ২১৫ কোটি টাকার তছরুপের অভিযোগ! ইডি চার্জশিটে এবার জ্যাকলিন

পার্ণোর রূপে বুঁদ নেটপাড়া৷ নিজের অনবদ্য ফ্যাশন সেন্সে অনুরাগীদের মাতিয়ে রাখতে বেশ সিদ্ধহস্ত তিনি৷ বেশকিছু দিন আগের কথা৷ সাবেকি বাঙালি কনের সাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী৷ সেই ফটোশ্যুট রীতিমতো ঝড় তুলেছিল৷ কপালে বড় লাল টিপ, সিঁথি ভর্তি সিঁদুর আর খোলা পিঠে ঝড় তুলেছিলেন অভিনেত্রী৷ ফিরে দেখা যায় পার্নোর সেই লুক৷ 

parno

প্রায় বছর দেড়েক আগে নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই ফটোশ্যুটের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। যেখানে তাঁকে লাল রঙের জামদানিতে দেখে নজর থমকেছিল সবার! আর সেটাই তো স্বাভাবিক! লাল রঙের কোনও আউটফিটে যখন পার্নোর মতো একজন সুন্দরী সাজবেন, তখন তাঁর হটনেস আলাদা মাত্রা ছোঁবেই! এটাই স্বাভাবিক। 

parno

পার্নোর ওই লুক ছিল সম্পূর্ণ সাবেকি৷ আধুনিকতার কোনও ছাপ ছিল না তাতে৷ পার্নোকে যে গয়নায় সাজানো হয়েছিল সেই গয়নাতেও ছিল সেবেকিয়ানার ছোঁয়া৷ এই ধরনের ডিজাইনের সোনার হার হালফ্যাশনে নেই। কিন্তু, ট্র্যাডিশনাল ও যে এতটা সুন্দর, তা বুঝিয়ে দিয়েছিলেন পার্নো৷ অন্যদিকে তাঁর গায়ে জড়ানো ছিল শুধুই একটি লাল রঙের জামদানি। তার উপর সোনালি সুতোর কারিকুরি৷ বিনা ব্লাউজেই শাড়ি ড্রেপ করেছিলেন অভিনেত্রী৷ টোনড পিঠ ফ্লন্ট করে চড়িয়েছিলেন উষ্ণতার পারদ৷ 

sihini

সম্প্রতি একই ভাবে লাল জামদানিতে সাজলেন অভিনেত্রী সোহিনী সরকার৷ ট্র্যাডিশন লুকে চোখ নামিয়ে হাসতেই কুপোকাত পুরুষ হৃদয়৷ তাঁর শাড়িতে অবশ্য কোনও সোনালি জরির কাজ নেই৷ শাড়ি জুড়ে রয়েছে সুতোর কাজ৷ হাতে ধরা সাদা ফুলের মালা৷ যা তাঁকে আরও স্নিদ্ধ করে তুলেছে৷ এই গাঢ় লাল রঙের ঢাকাই জামদানিটি ডিজাইন করেছেন ইন্দু বাই জয়িতা।

এই ডিজাইনার হাউজের তরফে এর আগে সোহিনীর আরও একটি লুক তৈরি করা হয়েছিল। সেখানে সাদা রঙের জামদানিতে সেজেছিলেন সোহিনী। সেটি ছিল ব্যোমকেশের সত্যবতীর লুক৷ সেই সিরিজেরই দ্বিতীয় লুক এটি। সাদার পরে গাঢ় লাল রঙের জামদানি৷ শাড়িতে যেন লাস্যময়ী সোহিনী। তাঁকে এতটাই সুন্দর লাগছে যে,  তাঁর দিক থেকে চোখ ফেরানোর উপায় নেই। 

sohini

এই শাড়ির সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ ব্যবহার করেছেন সোহিনী। গলায় সিলভার রেপ্লিকা চোকার, হাতে ব্রেসলেট৷ পায়ে মল৷ খোলা চুলে সোহিনী যেন লাস্যময়ী৷ চুলে মিডল পার্টিশন করেছেন অভিনেত্রী। যা তাঁকে আরও সুন্দর করে তুলেছে৷