২১৫ কোটি টাকার তছরুপের অভিযোগ! ইডি চার্জশিটে এবার জ্যাকলিন

২১৫ কোটি টাকার তছরুপের অভিযোগ! ইডি চার্জশিটে এবার জ্যাকলিন

মুম্বই: তাঁর ‘প্রেমিক’কে নিয়ে সন্দেহ অনেক আগে থেকেই ছিল। আর্থিক তছরুপের মামলায় প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে চার্জশিট জমা হয়েছিল আগেই। এবার ইডি সেই মামলার চার্জশিটে জুড়ে দিল মুম্বইয়ের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। ২১৫ কোটি টাকার তছরুপ মামলায় তিনি জড়িত এই অভিযোগ। আগাগোড়াই তিনি ইডির সন্দেহের তালিকায় ছিলেন।

আরও পড়ুন- ‘হর ঘর তেরঙ্গা’ প্রচারে শামিল বলিউড বাদশাহ, মন্নতে উড়ল বিশাল পতাকা

সোশ্যাল মিডিয়াতে জ্যাকলিন এবং সুকেশের অনেক ছবি ভাইরাল হয়ে গিয়েছে। সেই সময় থেকেই দুজনের সম্পর্কের রসায়ন নিয়ে আলোচনা হয়। সুকেশের সঙ্গে যে জ্যাকলিন প্রথম থেকে জড়িয়ে তা অনুমান করতে থাকে গোয়েন্দা সংস্থা। এটাও ধরে নেওয়া হয় যে, সুকেশ যা করছেন তার সম্পর্কে অভিনেত্রী আগে থেকেই জানতেন। এদিকে সুকেশের থেকে তিনি যে দামি দামি ‘উপহার’ পেয়েছেন তাও স্বীকার করেছেন জ্যাকলিন। আসলে ইতিমধ্যেই জ্যাকলিনকে এই মামলায় বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। যদিও অভিনেত্রী জানিয়েছেন যে, বেশ কয়েকটি ‘উপহার’ তিনি ফেরতও দিয়ে দিয়েছেন। তার মধ্যে আছে মিনি কুপার গাড়ি।

ইডি সূত্রে খবর, প্রায় ১০ কোটি টাকা মূল্যের ‘উপহার’ সুকেশের থেকে পেয়েছিলেন জ্যাকলিন। কোটি টাকার গাড়ি ছাড়াও লক্ষ টাকার ব্যাগ, হিরের দু’জোড়া কানের দুল, মূল্যবান পাথর বসানো গয়নাও ছিল এই তালিকায়। আবার প্রায় ৫২ লক্ষ টাকা দামের ঘোড়া, ১০ লক্ষ টাকার বিড়ালও পেয়েছিলেন অভিনেত্রী বলে খবর। গোয়েন্দারা বুঝেছেন যে, সবকিছু জেনেশুনেই জ্যাকলিন সুকেশের থেকে সব পেয়ে সুবিধা ভোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =