মহাত্মা গান্ধীর সঙ্গে নিজের তুলনা রাখির, বেঁফাস মন্তব্যে বারেবারে শিরোনামে ড্রামা কুইন

মহাত্মা গান্ধীর সঙ্গে নিজের তুলনা রাখির, বেঁফাস মন্তব্যে বারেবারে শিরোনামে ড্রামা কুইন

মুম্বই: রাখি সাওয়ান্ত মানেই চরম নাটকীয়তা। টানটান উত্তেজনা। কোনও না কোনও ড্রামা। তিনি মুখ খুললেই ভাইরাল। অতীতে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বহুবার নাজেহাল হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে তাঁর অতিনাটকীয় মন্তব্যে বারবার তাঁকে শিরোনামে নিয়ে এসেছে। এক কথায় তিনি বলিউডের ‘ড্রামা কুইন’৷ 

আরও পড়ুন- মহালয়ার ভোরে আসছে, ‘সিংহবাহিনী ত্রিনয়নী’, মহিষাসুরমর্দিনীর ভূমিকায় শুভশ্রী

সে সব না হয় হল৷ কিন্তু জানেন কি অতীতে  রাখি একবার নিজেকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে ফেলেছিলেন। তাঁর সেই মন্তব্য রীতিমতো ঝড় তুলছিল সোশ্যাল মিডিয়ায়৷ ড্রামা কুইনকে নিয়ে নানা জনের নানা মত। তবে কাউকেই যে পরোয়া করেন না রাখি৷ 

তাঁর কথায়, তিনি তাঁর কাজ করে যাচ্ছেন৷  যীশু খ্রীষ্ট ও মহাত্মা গান্ধীকেও বহু সমালোচনার মুখে পড়তে হয়েছিল৷ কিন্তু, তাঁরা কোনও দিনই সেসবের প্রতিবাদ করেননি। তাঁদের কাজের জন্য মানুষ তাঁদের আজীবন ভালোবেসে গিয়েছে। তাই রাখী মনে করেন, তিনিও সমালোচনার উর্ধ্বে নন। যীশু খ্রীষ্ট বা গান্ধীজীর মতো তাঁকেও সকলে ভালবাসেন। আর ঠিক সেই কারণেই তিনি এত জনপ্রিয়। তাঁর প্রচারের কোনও প্রয়োজন নেই। সকলে তাঁকে এতটাই ভালবাসেন যে তিনি সর্বদাই সংবাদ শিরোনামে থাকেন৷ 

রাখী

অন্যদিক, একবার রাখি সাওয়ান্তকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেছিলেন উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিত৷ তাঁর কথায়, ‘‘গান্ধীজী কম কাপড় পরতেন৷ উনি শুধু ধুতি পরতেন৷ ওঁকে বাপু বলা হত৷ এখন কেউ যদি কম পোশাক পরলেই মহান হয়ে উঠতেন, তবে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত মহাত্মা গান্ধীর চেয়েও মহান হয়ে যেতেন।’’ তাঁর এই মন্তব্যে তুমুল বিতর্ক হয়েছিল৷ 

আপাতত আদিল খানের সঙ্গে সম্পর্কে রয়েছেন রাখি। আদিলের সঙ্গে নতুন করে সংসার পাতার স্বপ্ন ভর করেছে তাঁর দু’চোখের পাতায়। তিনি সর্বদাই আদিলকে চোখে হারান৷ প্রকাশ্যে সে কথা কবুলও করেছেন৷  তিনি এও জানিয়েছেন, আদিলের যে দিন মনে হবে সেদিনই তিনি বিয়ের পিঁড়িতে বসতে রাজি। 

সম্প্রতি পাপারাৎজ্জিদের সামনে আদিলকে প্রোপোজও করেন রাখি। ফুল হাতে হাটু মুড়ে আদিলকে প্রেম নিবেদন করেন। বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবে তুমি? বিয়ে করবে কি? বলো না’। রাখির দেওয়া ফুল হাতে নিয়ে আদিল ‘না’ বলতেই ফুলের তোড়াটি টানাটানি করে নিয়ে নেন রাখি। বলেন, ‘ফুল ফেরত দিয়ে দাও আমার’। এর পরেই একে অপরে জড়িয়ে ধরেন তাঁরা৷