Aajbikel

মহালয়ার ভোরে আসছে, 'সিংহবাহিনী ত্রিনয়নী’, মহিষাসুরমর্দিনীর ভূমিকায় শুভশ্রী

দেবীর অন্যান্য রূপে থাকছেন কোন কোন তারকারা?
 | 
শুভশ্রী

কলকাতা: মা আসছেন৷ অপেক্ষার আর মাত্র ক’দিন৷ পাড়ায় পাড়ায় চলছে জোর প্রস্তুতি৷ চলছে প্ল্যানিং৷ ২৫ সেপ্টেম্বর মহালয়া৷ প্রতিবছরের মতো এবছরও মহালয়ার ভোরে 'জি বাংলা' থাকছে বিশেষ অনুষ্ঠান। ২৫ সেপ্টেম্বর ভোরে টিভির পর্দায় আসবে  'সিংহবাহিনী ত্রিনয়নী'৷ 

আরও পড়ুন- পর্দায় জুটি বেঁধে মালাইকা-অমৃতা! নিজেদের অন্দর মহলের হালহকিকত জানাতে আসছেন দুই বোন


দেবী দুর্গার বাহন পশুরাজ সিংহ। কিন্তু দেবী শুধু মহিষাসুরমর্দিনী রূপে সিংহের পিঠে চড়ে মর্ত্যে আসেন না৷ দেবীর আরও অনেক সিংহবাহিনী রূপ রয়েছে। সেই কাহিনিই তুলে ধরা হবে জি বাংলা-র এই নিবেদনে৷ এই কাহিনি বিন্যাসে তুলে ধরা হবে কী ভাবে পশুরাজ সিংহ দেবীর বাহন হয়ে উঠলেন৷  এর পর শিশু গণেশের অনুরোধে গল্পের ছলে দেবীর মুখে বর্ণিত হবে তাঁর সিংবাহিনী রূপের বর্ণনা। 


কথিত আছে, দেবী পার্বতী যখন দেবাদিদেব মহাদেবের তপস্যা করছেন, তখন পশুরাজ সিংহ তাঁকে শিকার হিসাবে নির্বাচন করেছিলেন। কিন্তু তপস্যারত প্রাণীকে ভক্ষণ করাটা ছিল তাঁর নীতি বিরুদ্ধ৷ সেকারণেই অপেক্ষা করতে থাকেন পশুরাজ। কিন্তু, বছরের পর বছর তপস্যারত দেবীকে দেখে পশুরাজের মধ্যে বিরাট পরিবর্তন ঘটে৷ দেবী সিদ্ধিলাভ করার পর পশুরাজ স্বেচ্ছায় তাঁর বাহন হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই দেবী হয়ে ওঠেন সিংহবাহিনী৷ দেবীর নানা রূপে পশুরাজ তাঁর সঙ্গে থেকেছেন৷  কখনও তিনি বাহক, কখনও হয়ে উঠেছেন রক্ষাকারী৷ 'সিংহবাহিনী ত্রিনয়নী'তে দেবীকে চণ্ডিকা, জগদ্ধাত্রী, কুষ্মাণ্ডা, জয়দুর্গা, স্কন্ধমাতা, গন্ধেশ্বরী, কামাখ্যা এবং মহিষাসুরমর্দিনী রূপগুলিতে সিংহবাহিনী হিসেবে দেখা যাবে৷ 


দেবী পার্বতীর ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। ‘সিংহবাহিনী ত্রিনয়নী’-তে দেখা যাবে সন্তান গণেশকে গল্পের ছলে নিজের সিংবাহিনী রূপের বর্ণনা শোনাবেন দেবী পার্বতী। আর মহিষাসুরমর্দিনীর ভূমিকায় সেরা আকর্ষণ সকলের প্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবীর সৃষ্টি থেকে মহিষাসুর বধ পর্যন্ত নানা কাহিনী দেখা যাবে দেবীর এই উপস্থাপনায়। 


অসুরদ্বয় শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন দেবী চণ্ডিকা৷ তিনি সিংহবাহিনী, অষ্টভুজা। দেবী চণ্ডিকার ভূমিকায় দেখা যাবে 'পিলু' ধারাবাহিকের রঞ্ঝা-কে। চতুর্ভুজা, ত্রিনয়নী দেবী জগদ্ধাত্রীর ভূমিকায় দেখা যাবে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর হংসিনীকে।  দেবী কুষ্মাণ্ডার ত্রিনয়ন থেকে সৃষ্টি হয়েছিল মহালক্ষ্মী, মহাকালী ও মহাসরস্বতীর। দেবী কুষ্মাণ্ডা সিংহবাহিনী, অষ্টভুজা। এই দেবীর ভূমিকায় দেখা যাবে 'পিলু' ধারাবাহিকের মূল চরিত্র পিলুকে। দেবী মহালক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে 'খেলনা বাড়ি'-র মিতুলকে। দেবী মহাসরস্বতীর ভূমিকায় অভিনয় করবেন 'এই পথ যদি না শেষ হয়' থেকে ঊর্মি। দেবী মহাকালীর রূপে দেখা যাবে 'উড়ন তুবড়ি'র তুবড়িকে। সিংহবাহিনী দেবী জয়দুর্গার দুই রূপে দেখা যাবে 'মিঠাই' ধারাবাহিক থেকে মিঠাইকে। দেবী স্কন্ধমাতার ভূমিকায় দেখা যাবে 'লালকুঠি' থেকে অনামিকাকে। দেবী  কামাখ্যার আরাধনায় মনস্কামনা পূর্ণ হয়। এই দেবী সিংহবাহিনী, দ্বাদশভূজা ও ষড়মস্তকযুক্তা। দেবী কামাখ্যার ভূমিকায় অভিনয় করবেন 'উমা' ধারাবাহিক থেকে উমা। সিংহবাহিনী দেবী গন্ধেশ্বরীর ভূমিকায় দেখা যাবে 'গৌরী এলো' ধারাবাহিক থেকে গৌরীকে।  

Around The Web

Trending News

You May like