এখনও সঙ্কটজনক অবস্থায় ঐন্দ্রিলা, রয়েছেন ভেন্টিলেশনেই, যা জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

এখনও সঙ্কটজনক অবস্থায় ঐন্দ্রিলা, রয়েছেন ভেন্টিলেশনেই, যা জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

কলকাতা: এখনও কাটেনি সঙ্কট৷ বৃহস্পতিবার সকাল পর্যন্ত একই রকম অবস্থায় রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা৷ শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলেই হাসপাতাল সূত্রে খবর। ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে অভিনেত্রীকে৷

আরও পড়ুন- আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত ঐন্দ্রিলা, অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, চিন্তায় চিকিৎসকরা

বুধবার সকালে পর পর হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলার৷ এর পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে অভিনেত্রীর। তার পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি৷ তাঁর স্ক্যান রিপোর্ট দেখার পর মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। যা অস্ত্রোপচার করা সম্ভব নয়৷ তা ছাড়া, জ্বরও রয়েছে ঐন্দ্রিলার শরীরে। চিকিৎসকেরা জানাচ্ছেন, অভিনেত্রীর শরীরে এখনও সংক্রমণ রয়েছে। এরই মধ্যে আচমকা খবর ছড়ায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঐন্দ্রিলা৷ এর পর বুধবার মধ্যরাতে (দিন হিসাবে বৃহস্পতিবার) ফের ফেসবুক পোস্ট করেন ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী। তিনি লেখেন, ‘‘আর একটু থাকতে দাও ওকে… এ সব লেখার অনেক সময় পাবে।’’ রাত তখন ২ টো৷ 

গত সোমবার ফেসবুক পোস্টে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছিলেন৷ তিনি চাইছেন, ‘অলৌকিক’ কিছু হোক। ফের আগের মতো উঠে বসুক ঐন্দ্রিলা। সব্যসাচী লেখেন, ‘‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।’’