কলকাতা: একবার কারোর কোভিড হলে তা সেরে যাওয়ার পরেও তার শরীরে ভাইরাসের প্রভাব থেকে যায় অনেক দিন। এটি বলা হচ্ছে ‘লং কোভিড’। চিকিৎসক মহল দাবি করে আসছে, এর জেরে শারীরিক ক্ষতি প্রায় করোনা আক্রান্ত হওয়ার সময়ের মতোই হয় বা কখনও কখনও তার থেকে বেশি। কিন্তু কতটা বেশি? আদতে শরীরের উপর কী কী প্রভাব ফেলে ‘লং কোভিড’, তা নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান। এই নিয়ে গবেষণাও হচ্ছে অনেক দিন ধরে। এবার একটা তথ্য সামনে এল যা উদ্বেগ আরও বাড়িয়ে দেবে। বলা হচ্ছে, শরীরের বয়স বেশ অনেক বছর বাড়িয়ে দিচ্ছে করোনা! কোনও একটি অঙ্গের ওপর তার প্রভাব পড়ছে সবথেকে বেশি।
আরও পড়ুন- ঘোষণাই সার, ট্রেনে বেডরোল কোথায়? বিশেষ নিয়ম ভারতীয় রেলে
সম্প্রতি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডন যৌথভাবে গবেষণা চালিয়েছিল। এই গবেষণা থেকে উঠে এসেছে, কোভিডের প্রভাবে শরীরে কোষের বয়স স্বাভাবিকের তুলনায় ২০ গুণ গতিতে বৃদ্ধি পেতে পারে। আর এই প্রভাব সবথেকে বেশি পড়ছে মস্তিষ্কে। জানান হয়েছে, মাত্র কয়েক বছরের মধ্যে শরীরের বয়স ২০ বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে কোভিড, অর্থাৎ শরীরের অঙ্গগুলিতে এর প্রভাব মারাত্মক। গোটা শরীরের ওপর ভাইরাসের কম-বেশি প্রভাব থাকলেও মস্তিষ্কে সবথেকে বেশি প্রভাব পড়ায় তা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। শরীরের অন্য অঙ্গগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক এই মস্তিষ্কের ক্ষতির জন্যই।
তাহলে ঠিক কী কী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে এর ফলে? বিশেষজ্ঞদের মতে, কোভিড সবথেকে বেশি তৈরি করছে ভুলে যাওয়ার সমস্যা। মনোসংযোগের ক্ষমতা কমে যাওয়া এবং ডিমেনশিয়াও হতে পারে এক কোভিড আক্রান্ত রোগীর। তবে কোনও একটি নির্দিষ্ট বয়সে যে এর প্রভাব রয়েছে তা নয়। বহু মানুষের মধ্যে এই জাতীয় নানা সমস্যা বিভিন্ন বয়সেই দেখা দিচ্ছে।