টালবাহানর পর অবশেষে কাটল জট, চূড়ান্ত ভেন্যু, কোথায় হচ্ছে অরিজিতের কনসার্ট?

টালবাহানর পর অবশেষে কাটল জট, চূড়ান্ত ভেন্যু, কোথায় হচ্ছে অরিজিতের কনসার্ট?

6907994ae9c8c11636d75c854f904528

কলকাতা: দীর্ঘ টালবাহানার পর  অবশেষে স্থির অরিজিৎ সিং-এর কনসার্টের ভেন্যু৷ জল্পনার অবসান ঘটিয়ে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কেই হতে চলেছে অরিজিৎ সিংয়ের শো৷ অনুষ্ঠান স্থল বদল হলেও কনসার্টের দিনে কোনও বদল আসছে না। আগামী ১৮ ফেব্রুয়ারিই হচ্ছে সিঙ্গিং সেনসেশন অরিজিতের কনসার্ট৷ পেটিএম ইনসাইডারের তরফে ভেন্যু নিশ্চিত করে একটি অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আগের অনুষ্ঠান স্থল থেকে মাত্র ৮ কিলোমিটার দুরে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে হবে অরিজিৎ সিং-এর জলসা। যাঁরা নিউটাউউনের ইকো পার্কে অরিজিতের শো দেখার জন্য টিকিট কেটেছিলেন, তাঁদের বেশি দূরে যেতে হবে না। মাত্র কয়েক কিলোমিটারের গেলেই শোনা যাবে প্রিয় সংগীতশিল্পীর হৃয় ছোঁয়া গান। এমনকী সমস্যা এড়াতে পুরনো টিকিটেই নতুন ভেন্যুতে অরিজিতের গান শুনতে পারবেন সঙ্গীতপ্রেমীরা৷ 

আরও পড়ুন- বোরখায় মুখ ঢেকে রাস্তায় রাখি, নামের পর পাল্টে ফেললেন পোশাকও! তিনি কি অন্তঃসত্ত্বা?

প্রায় ১৭ একর এলাকা জুড়ে তৈরি কলকাতার সব থেকে বড় ওয়াটার থিম পার্ক অ্যাকোয়াটিকায় হবে বছরের প্রথম কনসার্ট। এর আগে কখনও অ্যাকোয়াটিকায় অরিজিৎ সিংয়ের মতো বড় শিল্পীর গানের অনুষ্ঠান হয়নি। অরিজিত সিংয়ের শো হলে কমপক্ষে ১০ হাজার দর্শক হবে বলে মনে করা হচ্ছে। বহু অতিথিও আসবেন। উপস্থিত থাকবেন VVIP- ব্যক্তিরাও। গাড়ি পার্কিং নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন৷ ফাঁকা জমিতে গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত করা যায় কি না, তাখতিয়ে দেখা হচ্ছে৷