বৈধ নয় স্বরার বিয়ে! মানতে হবে শর্ত, জানিয়ে দিলেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান

বৈধ নয় স্বরার বিয়ে! মানতে হবে শর্ত, জানিয়ে দিলেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান

মুম্বই: চেনা বলিউডি কায়দায় নয়৷ বরং সাদামাটা ভাবেই গত সপ্তাহে বিয়ে সারেন অভিনেত্রী স্বরা ভাস্কর৷ তাঁর আচমকা বিয়ের খবরে চমকে গিয়েছিলেন সকলে৷ পাত্রের নাম ফাহাদ আহমেদ। তিনি সমাজবাদী পার্টির যুবনেতা৷ গত ১৬ ফেব্রুয়ারি পরিবার-পরিজনকে সাক্ষী রেখে আইনি বিয়ে সেরেছেন স্বরা-ফাহাদ৷ সইসাবুদ সেরে মালাবদল করে ঘরোয়া আয়োজনেই বিয়ে অনুষ্ঠান সেরেছেন অভিনেত্রী। স্বরার বিয়ের খবরে স্বভাবতই খুশি ইন্ডাস্ট্রির সতীর্থরা৷ কিন্তু এই বিয়েকে অবৈধ বলে দাগিয়ে দিলেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবি। তাঁর দাবি, স্বরাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে।

আরও পড়ুন- শাড়ি ছেড়ে শর্ট ড্রেসে ‘টাম টাম’ গানে উদ্দাম নাচ ‘দিদি নম্বর ১’ রচনার! ভাইরাল ভিডিয়ো

সংগঠনের তরফে জানানো হয়েছে, শরিয়তে ইসলাম কবুল না করলে সেই বিয়ে বৈধ বলে বিবেচিত হয় না। সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবি বলেন, ‘‘স্বরা ইসলাম কবুল না করা পর্যন্ত এই বিয়ে বৈধতা পাবে না। কোনও নারী যদি মূর্তিপূজা করেন, তা হলে কোনও মুসলমান পুরুষ তাঁকে বিয়ে করতে পারেন না। ইসলামে এই ধরনের বিয়েকে স্বীকৃতি দেওয়া হয় না৷’’

স্বরা এবং ফাহাদ গত ৬ জানুয়ারি রেজিস্ট্রি অফিসে বিয়ের আবেদনের নথিপত্র জমা করেছিলেন। বৃহস্পতিবার সেই বিয়ের কথা প্রকাশ্যে আসে। নায়িকার বিয়ের খবরে খুশি তাঁর ভক্তেরা। উচ্ছ্বসিত সমাজকর্মী থেকে রাজনৈতিক মহলও। কিন্তু সেই বিয়েতে বাধ সাধল সর্বভারতীয় মুসলিম জামাত৷